TRENDING:

'স্বপ্ন তা হলে সত্যি হয়', জীবনের নতুন অধ্যায় শুরু করে আপ্লুত শেহনাজ

Last Updated:

বুধবার নিজের চ্যাট শোয়ের প্রথম পর্বের শ্যুট করলেন শেহনাজ। হাতেখড়িতেই তাঁর অতিথি রাজকুমার রাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝড় বয়ে গিয়েছিল শেহনাজ গিলের জীবনে। ভালবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছিলেন বছর ২৮-এর অভিনেত্রী। কিন্তু এ বার ঘুরে দাঁড়ানোর পালা। স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। নিজের টক শো শুরু করছেন প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী। নাম 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'।
advertisement

বুধবার নিজের চ্যাট শোয়ের প্রথম পর্বের শ্যুট করলেন শেহনাজ। হাতেখড়িতেই তাঁর অতিথি রাজকুমার রাও। শ্যুটের ফাঁকে লেন্সবন্দি দুই তারকার খুনসুটির মুহূর্ত। সেই ছবিগুলি ইনস্টাগ্রামে দিয়ে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন শেহনাজ। লিখেছেন, 'স্বপ্ন তা হলে সত্যিই হয়। আজ সে রকমই একটা দিন ছিল। যা ভেবেছিলাম, তা সত্যি হল।'

আরও পড়ুন : রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে

advertisement

আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের

নতুন যাত্রায় রাজকুমারকে পাশে পেয়ে আপ্লুত শেহনাজ। তাঁর কথায়, 'রাজকুমারের মতো একজন প্রতিভাবান অভিনেতার সঙ্গে সব সময় কাজ করতে চেয়েছি। আজ ওঁর সঙ্গে শ্যুট করলাম। কারণ তিনি আমার প্রথম চ্যাট শো 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'-এর প্রথম অতিথি। মনে হচ্ছে যেন চাঁদে আছি! আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ, রাজকুমার। আপনি জানেন, আপনিই সেরা।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

গত বছর সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। শুরু করেছেন কাজ। সলমন খানের ছবিতেও দেখা যাবে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'স্বপ্ন তা হলে সত্যি হয়', জীবনের নতুন অধ্যায় শুরু করে আপ্লুত শেহনাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল