তুনিশার অকালমৃত্যুকে ঘিরে নানা বিতর্কে মাঝেই উঠে এল নয়া তথ্য। জানা গেল, প্রেমিকার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সিজান। যে হাসপাতালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া, সেখানকারই এক চিকিৎসক এ কথা জানিয়েছেন। হানি মিত্তল নামে সেই চিকিৎসক বলেন, "শনিবার বিকেল ৪টে ১০ নাগাদ তিন-চার জন লোক তুনিশাকে হাসপাতালে নিয়ে আসেন। ওঁর সহঅভিনেতা সিজানও সেখানে ছিলেন। উনি বারবার আমাকে তুনিশাকে বাঁচিয়ে তোলার অনুরোধ করছিলেন। উনি কেঁদে চলেছিলেন।'
advertisement
আরও পড়ুন : টাইগারের জন্মদিন! ভাইজানের জন্মদিনে খুশিতে ভরিয়ে স্পেশাল গিফট দিলেন ক্যাটরিনা
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চলে নানা ধরনের টেস্ট। তার পর তুনিশাকে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আপাতত এ বিষয়ে সিজানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।