TRENDING:

Shantanu Moitra on KK Memories: একসঙ্গে ছবি একটাই, কেকে-এর সঙ্গে প্রথম বার গভীর রাতে পরোটা খাওয়ার দিনে ফিরলেন শান্তনু মৈত্র

Last Updated:

Shantanu Moitra on KK Memories:বাকি সকলের মতো তিনিও ভাবতে পারছেন না গায়ক আর নেই! শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘‘তুমি আমাকে প্রথম বার রেকর্ডিং স্টুডিওতে নিয়ে গিয়েছিলে৷ আমার প্রথম জিঙ্গল ছিল তোমার কণ্ঠে৷ প্রথম বার গভীর রাতে পরোটা খেয়েছিলাম তোমার সঙ্গেই৷’’ কেকে-এর প্রয়াণে শোকস্তব্ধ শান্তনু মৈত্র লিখলেন ফেসবুকে৷ বাকি সকলের মতো তিনিও ভাবতে পারছেন না গায়ক আর নেই! শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে৷
শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে
শোকের আবহে তিনি ফিরে গিয়েছেন স্মৃতির অতীতে
advertisement

শান্তনুর মনে পড়ছে সেনা ঝরা ঝলমলে দিনগুলোতে তাঁরা কেমন আনন্দ করতেন৷ কতটা মজা ছিল তাঁদের জীবনে৷ সম্ভবত শান্তনুর সুরেই শেষ গান গেয়েছেন কেকে৷ সেকথাও লিখেছেন সুরকার৷ ‘‘আমি তোমার হাসি মিস করব৷ তোমাকে মিস করব কেকে৷ সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ৷ যেখানেই আছো, শান্তিতে থাকো৷’’ রয়ে গিয়েছে শান্তনুর আফশোসও৷ একসঙ্গে থাকলেও ছবি তোলার কথা মনে থাকত না তাঁদের৷ কেকে-এর সঙ্গে একটিমাত্র ছবিই ছিল শান্তনুর কাছে৷ সেটাই শেয়ার করেছেন তিনি৷ একটামাত্র ছবি? তাতে কী? শান্তনু নিশ্চিত, কেকে থাকলে বলতেন ‘‘তোমার আর আমার ছবি তোলার দরকার নেই৷’’

advertisement

আরও পড়ুন : এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর শ্লেষাত্মক পোস্ট ভাইরাল

আরও পড়ুন : দর্শক-শ্রোতাকে মরে যেতে বলা থেকে জলসায় বিজ্ঞাপনী জিঙ্গল! রূপঙ্করের পুরনো বিতর্ক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত সোমবারও নজরুল মঞ্চে অনুষ্ঠান করেন কেকে৷ বুধবারও একটি অনুষ্ঠান করার কথা ছিল৷ তার আগে মঙ্গলবার গুরুদাস কলেজের অনুষ্ঠানের পরই সব এলোমেলো হয়ে গেল৷ অস্বস্তি নিয়েই পুরো অনুষ্ঠান সম্পূর্ণ করেন তিনি৷ তাঁর প্রাণবন্ত আচরণ দেখে কেউ বুঝতেও পারেননি তিলে তিলে কোন চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি৷ মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বুধবার রবীন্দ্র সদনে রাখা হয়েছিল তাঁর নশ্বর দেহ৷ সেখানেই দেওয়া হয় গান স্যালুট৷ কেকে-এর গানেই ‘অলবিদা’ জানানো হয় শিল্পীকে৷ এসেছিলেন তাঁর স্ত্রী ও পুত্র৷ বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shantanu Moitra on KK Memories: একসঙ্গে ছবি একটাই, কেকে-এর সঙ্গে প্রথম বার গভীর রাতে পরোটা খাওয়ার দিনে ফিরলেন শান্তনু মৈত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল