নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হল সোনালী এবং অভিনেতা শঙ্কর চক্রবর্তীর মেয়ে সংজ্ঞা চক্রবর্তীকে।
তিনি জানালেন, পেটে জল জমেছিল বলেই প্রাথমিক ভাবে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তা ছাড়া শরীরে আরও নানা ধরনের জটিলতা রয়েছে। একইসঙ্গে ডায়াবেটিস, থাইরয়েড এবং লিভারের সমস্যা। তাই পেট থেকে জল বের করার পরেও আরও দু'এক দিন হাসপাতালে রেখে তাঁকে পর্যবেক্ষণ করা হবে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: 'বিসমিল্লাহ', জীবনের কবিতা সিনেমার পর্দায়, ঋদ্ধি-কৌশিকের অভিনয়ে মুগ্ধ টলিপাড়া
যদিও এখন আগের থেকে অনেক ভাল আছেন সোনালী। বাড়িতে গিয়ে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রাম করার পরে তিনি শ্যুটেও ফিরতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মনে চললেই হবে। সংজ্ঞা জানালেন, সেটে তাঁকে এমনিতেই খুব যত্নে রাখেন সবাই। কেবল বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয়! সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন গার্গী রায়চৌধুরী
প্রয়োজনে পরে চেন্নাই নিয়ে গিয়ে আর এক বার চেকআপ করানো হবে বলে জানালেন শঙ্কর-কন্যা।