সঞ্জয় দত্ত শুটিং চলাকালীন কাউকে না জানিয়ে নীরবে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন। করণ বলেন, "তাঁর ক্যান্সারের সঙ্গে লড়াই করার খবরটি শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল। এ বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না। সঞ্জয় এমনভাবে কথা বলছিলেন, আচরন করছিলেন এবং কাজ করছিলেন যেন কিছুই হয়নি। ঠিক সেই কারণেই তিনি আজ যেখানে আছেন সেইখানে পৌঁছেছেন।" করণ আরও বলেছেন, "তিনি সবার জন্য অনুপ্রেরণা। তাঁর জীবনের এতগুলি বছর খারাপ যাওয়ার পরে সঞ্জয় স্যার সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁর আচার-আচরণ আমাদের সবাইকে দেখায় যে কীভাবে সেটে আচরন করতে হয়। তিনি এই মনোভাব নিয়ে শমশেরার শুটিং করতে গিয়েছিলেন যে তিনি কিছুই করতে পারেন না। তিনি ব্যক্তিগতভাবে কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কখনো উল্লেখ করেননি। তিনি মেজাজ ঠিক রেখেছিলেন।" করণ সঞ্জয়কে "সুপারম্যান" বলেছেন।
advertisement
আরও পড়ুন: সন্তান যেন থাকে দুধে-ভাতে! খুদের জন্য গোটা নার্সারি তৈরি করছেন রণবীর-আলিয়া
"তিনি আমাদের শিখিয়েছেন যে প্রত্যেকে তাদের মুখে হাসি দিয়ে জীবনের প্রতিকূলতার মুখোমুখি হতে পারে। আমার কাছে সঞ্জয় স্যার একজন সুপারম্যান এবং তার মতো কেউ নেই। শামশেরার প্রতি তার সমর্থনের জন্য আমি ঋণী। তিনি আমার জন্য একজন গাইড এবং একজন পরামর্শদাতা", বলেছিলেন করণ।
আরও পড়ুন: মলদ্বীপ নয়, আন্দামান নয়! নীল জলের ছোঁয়ায় বাড়িতেই ছুটির মেজাজে দেব
প্রসঙ্গত, সঞ্জয় দত্ত ২০২০সালের অগস্টে ফুসফুসের ক্যান্সারের চতুর্থ স্টেজে আক্রান্ত হন। বেশ কয়েক মাস চিকিৎসার পর, তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি ক্যান্সার মুক্ত।