সম্প্রতি নিজের জন্মদিন পালন করলেন ওপার বাংলার অভিনেত্রী শবনম বুবলি। অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের সন্তান নিয়ে বিতর্ক নেহাত কম হয়নি। এ বার চর্চায় উঠে আসে বুবলিকে শাকিবের দেওয়া উপহার। জন্মদিনে স্ত্রীকে নাকি একটি নাকফুল দিয়েছিলেন অভিনেতা। আর সেই খবর থেকেই নয়া বিতর্কের সূত্রপাত।
শাকিবের বুবলিকে দেওয়া উপহারের খবর ফেসবুকে ব্যঙ্গ করে পোস্ট করেছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। তা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। অবশেষে এ বিষয়ে নিজের বক্তব্য রাখেন শাকিব। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট বলেন, "আমি বুবলিকে হিরের নাকফুল দিইনি।"
advertisement
আরও পড়ুন: গৌরবের পর ক্রিকেটারের সঙ্গেও বিচ্ছেদ শ্রীমার? ইনস্টাগ্রামে আনফলো করলেন কনিষ্ককে!
অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বহু আগেই। বুবলির সঙ্গেও শাকিবের সম্পর্কের তাল কেটেছে। রাখঢাক না করেই অভিনেতা বললেন, "কেউই বিচ্ছেদের পথে হাঁটবে ভেবে সম্পর্কে যায় না। অপু এবং বুবলি, দু'জনেই আমার সন্তানদের মা। কিন্তু ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।"
আরও যোগ করেন শাকিব। বলেন, "আমি বলতে পারি, ওরা দু'জনেই আমার অতীত। ফিরে যাওয়ার আর কোনও প্রশ্নই ওঠে না।"
গত ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথম তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করেন হঠাৎই। তার পর ৩০ সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেন। জানা যায়, সেই ছেলে শাকিবেরই। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খানের জন্ম হয়েছিল। যৌথ বিবৃতি দিয়ে শাকিব-বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি।