আট বছর আগে প্রয়াত হয়েছেন অঞ্জলির বাবা। তাঁর মা আক্রান্ত কিডনির অসুখে। দশম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি অঞ্জলি। সংসারের হাল ধরার জন্য করতে হয়েছে নানা ধরনের ছোট থেকে মাঝারি কাজ। নতুন বছররে প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অঞ্জলি। নিজের স্কুটারে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে এবং টেনে নিয়ে যায় প্রায় ১০ কিমি দূরত্ব। ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন : ৯৮ বছর বয়সে জেল থেকে মুক্তি, ফেয়ারওয়েলের পর পৌঁছে দেওয়া হল বাড়িতে, রইল মর্মস্পর্শী ভিডিও
স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অকালমৃত অঞ্জলির পরিবারের পাশে দাঁড়ানোয় সুপারস্টারের প্রশংসায় নেটিজেনরা। ট্যুইটারে অনেকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখের প্রতি। প্রসঙ্গত শাহরুখের বাবা প্রয়াত মীর তাজ মহম্মদ খানের নামে তৈরি সংস্থা মীর ফাউন্ডেশন ভূমি স্তরে মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন : অমিত-আদিত্যর স্বপ্নপূরণ! বিয়ের ৪ বছর পর প্রথম সন্তান আসছে এই সমকামী দম্পতির সংসারে
সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে প্রয়াত অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থসাহায্য করা হয়েছে। তবে কত টাকা দেওয়া হয়েছে, সেই অঙ্ক প্রকাশ করা হয়নি। অঞ্জলির মা এবং তাঁর সন্তানদের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা।
শাহরুখের এই মহানুভবতায় নেটিজেনদের মন্তব্য, "রাজা সব সময় রাজাই থাকেন। " তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন অতীতে বহু বার আর্ত মহিলা ও শিশুদের ভরসাস্থল হয়ে দেখা দিয়েছে।