TRENDING:

Shahrukh Khan's Viral Photo: উফ্ কী লুক! এটাই বলেছিলেন তো শাহরুখের এই ভাইরাল ছবি দেখে? সত্যিটা জানুন

Last Updated:

Shahrukh Khan Viral Picture: লম্বা চুল। সাদা দাড়ি। পরনে ট্যাক্সিডো। শাহরুখ খানের এই ছবির আসল সত্যিটা জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিং খান। ভক্তদের মনে তিনিই সর্বকালের রাজা। তাঁর বয়স হচ্ছে। এটা যেন অনেকে মেনে নিতে পারেন না। আবার কেউ কেউ মজা করে বলেন, শাহরুখ খান আসলে পুরনো মদের মতো। যত পুরনো, তত ভাল। শাহরুখ-ভক্তদের তাই এমন ছবি সত্যিই পুরনো মদের মতোই মাতোয়ারা করে দিয়েছিল।
advertisement

শনিবার থেকে শাহরুখ খানের একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের লম্বা চুল আর গাল ভর্তি কাঁচা-পাকা দাড়ি। সঙ্গে কিং খানের মুখে চেনা সেই মিষ্টি হাসি। যে হাসি ভক্তদের মন গলিয়ে আসছে বছরের পর বছর ধরে। ছবিতে শাহরুখের পরনে কালো ট্যাক্সিডো। নতুন করে শাহরুখ খানের প্রেমে পড়ার মতো ছবি।

advertisement

আরও পড়ুন- আহত কুকুরছানাকে বাঁচানোয় 'পাগল' বলে সম্বোধন! পশুপ্রেমীর পাশে অনুষ্কা

৫৫ বছরের শাহরুখ এখনও ২২-এর তরুণের মতো তরতাজা। এখনও তিনি দুটি সিঁড়ি লাফিয়ে ওঠেন। হাঁটেন কম, ছোটেন বেশি। এখনও ব্ল্যাক কফি আর গ্রিলড চিকেনে সারেন সারাদিনের ভোজ। ফলে এমন একজন মানুষের এই লুকস থাকাটা অবাস্তব কিছু মনে হয়নি ভক্তদের। তার উপর শাহরুখকে কয়েকদিন পরই দেখা যাবে পাঠান ছবিতে। অনেকে ভেবেছিলেন, বাদশা হয়তো সেই সিনেমার জন্য নতুন লুক দিচ্ছেন।

advertisement

শেষ পর্যন্ত জানা যাচ্ছে, ওই ছবি আসল নয়। শাহরুখের কোনও এক ভক্তের হাতযশ। ডাব্বু রতনানির একটি পুরোনো ফটোশ্যুটের ছবিকে নতুন করে তুলেছে সেই ভক্ত। ফটোশপের মাধ্যমে। ২০১৭ সালে সেই ফটোশ্যুট হয়েছিল। সত্যিটা জানার পর হয়তো অনেকেরই মন ভাঙবে। কারণ প্রিয় তারকার এই লুক দারুন পছন্দ করেছিলেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন- বিয়ের আগেই গর্ভবতী শিবানী! ফারহানের সঙ্গে বিয়ের ছবিতে কি উঁকি মারছে বেবি বাম্প?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শাহরুখ খান বরাবর একটু বড় চুল রাখেন। আর দাড়িটা রাখছেন সাম্প্রতিক সময়ের ট্রেন্ডে গা ভাসিয়ে। ফলে সব মিলিয়ে এই ছবি বেশ বাস্তবিক হয়ে উঠেছিল। কিন্তু শাহরুখের সেই ভক্তেরও প্রশংসা করতে হবে। একেবারে আসল ছবির মতো করে কাজ সেরেছিলেন তিনি। কিছুক্ষণের জন্য হলেও শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলে দিয়েছিলেন সেই ভক্ত।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahrukh Khan's Viral Photo: উফ্ কী লুক! এটাই বলেছিলেন তো শাহরুখের এই ভাইরাল ছবি দেখে? সত্যিটা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল