Anushka Sharma : আহত কুকুরছানাকে বাঁচানোয় 'পাগল' বলে সম্বোধন! পশুপ্রেমীকে কুর্ণিশ জানাতে কী করলেন অনুষ্কা

Last Updated:

Anushka Sharma : অনুষ্কা নিজেও পশুপ্রেমী। এর আগে বহু বার পশুদের কল্যাণ ও অধিকার নিয়ে কথা বলেছেন অনুষ্কা শর্মা।

পশুপ্রেমীকে কুর্ণিশ জানাতে কী করলেন অনুষ্কা
পশুপ্রেমীকে কুর্ণিশ জানাতে কী করলেন অনুষ্কা
#মুম্বই: আমাদের সমাজে চারপেয়ে অবলা জীবরা এখনও অবহেলিত, বঞ্চিত। পেট ভরার মতো একটু খাবার পাওয়া ছাড়া ওদের আর কোনও চাহিদা নেই। কিন্তু তবুও মানবজাতির রোষ থেকে বাঁচে না ওরা। তাই কোনও রকমে প্রাণে বেঁচে থাকাই ওদের কাছে বড় কাজ। তবে সমাজে ব্যতিক্রমও আছে। মন প্রাণ দিয়ে নিঃস্বার্থ ভাবেও ওদের ভালোবাসেন কিছু মানুষ। কিন্তু ওদের ভালোবাসার জন্য তাঁদেরও কম গালমন্দ শুনতে হয় না। এরকমই এক ঘটনার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
অনুষ্কা (Anushka Sharma) নিজেও পশুপ্রেমী। শুধু চারপেয়েদের তিনি ভালোবাসেন না। এমনকি ওদের অধিকারের জন্য সরবও হয়েছেন তিনি একাধিকবার। এবার এক পশুপ্রেমী ব্যক্তির জন্য আওয়াজ তুললেন অভিনেত্রী। ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি আহত সারমেয় ছানাকে কোলে আগলে রেখেছেন। আর তাঁকে দেখে অন্য আর একজন পাগল বলে সম্বোধন করে।
উত্তরে সেই পশুপ্রেমী ব্যক্তি বলেন, "আমি পাগল? আমায় দেখে তোমার পাগল মনে হচ্ছে? অবলা পশুদের সেবা করা উচিত সব সময়।" এই ভিডিওটিই শেয়ার করেছেন অনুষ্কা। ইনস্টা স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "পাগল তো তারা যারা মানবিকতা বোঝে না। আপনি না।" অনুষ্কার শেয়ার করা পোস্টে তাঁর অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন।
advertisement
advertisement
advertisement
এর আগে বহু বার পশুদের কল্যাণ ও অধিকার নিয়ে কথা বলেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পশুদের উপর অত্যাচারের শাস্তি যাতে আরও কড়া করা হয় সেই দাবিতে ২০১৯-এ #JusticeForAnimals নামে একটি ক্যাম্পেনও শুরু করেছিলেন তিনি। স্ত্রীর থেকে অনুপ্রাণিত হয়ে বিরাট কোহলিও পথ কুকুর ও বিড়ালদের জন্য একটি সংস্থা শুরু করেন। এমনকি সম্প্রতি তাঁরা ঘোষণা করেছেন যে তাঁরা মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। অধিকাংশ সময় সবজিই খান তাঁরা।
advertisement
কাজের দিক থেকে ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন অনুষ্কা। বহুদিন পরে অভিনেত্রী হিসেবে ফের দেখা যাবে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma : আহত কুকুরছানাকে বাঁচানোয় 'পাগল' বলে সম্বোধন! পশুপ্রেমীকে কুর্ণিশ জানাতে কী করলেন অনুষ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement