এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শহরে পা রাখেন শাহরুখ। সেখানেই তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।"
সবাইকে চমকে দিয়ে বাংলাতে এদিন ভাষণ দেন শাহরুখ। তিনি বলেন, অনেকদিন দেখা হয়নি তো, আর আমার সুন্দর রানীকে দেখে খুব খুশি। আমি অনেক বছর এখানে আসেনি। আপনদের সবাই কে দেখে আমি খুব খুশি হলাম। আমি অ্যাম্বাসেডর হিসাবে বলতে পারি এখানে এসে আমরা খুব আনন্দ পাবেন।
advertisement
২৮ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন, বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'
আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলেও উল্লেখ করেন৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে তিনি বলেন, যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উৎসব আসলে উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার৷