না, আসলে তেমন কিছুই ঘটেনি। সবটাই অভিনয়। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত 'দিল চাহতা হ্যায়'-র পুনর্নির্মাণ করেছেন তাঁরা। ভিডিওয় শাহিদ তাঁর ভাইকে বলছেন, 'ও তোর পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে!' এর পরেই ঈশান তাঁর বৌদির দিকে এগিয়ে যান। কিন্তু কিছু বলে ওঠার আগেই মীরা তাঁর গালে কষিয়ে একটি চড় মারেন। বলে ওঠেন, 'আমি তোমার মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও।'
advertisement
সেই চড়েই কাপুর পরিবারের তিন সদস্যের নাটকীয় ভিডিও শেষ হয়। শাহিদ সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেন। তাঁদের কাণ্ড হাসি আটকাতে পারেননি অনুরাগীরা। কমেন্ট বক্সে মজার সব মন্তব্য।
আরও পড়ুন : 'তোমার ওই এক্সপ্রেশনই...' বিরাটকে নিয়ে এ কী লিখে ফেললেন অনুষ্কা! তোলপাড়
আরও পড়ুন : সামনেই পঞ্চায়েত ভোট! তার আগেই দুই ভিন্ন দলের নেতা দেব-মিঠুন একসঙ্গে পুজো সারলেন বেনারস মন্দিরে
২০১৫ সালে সাতপাক ঘোরেন শাহিদ-মীরা। স্ত্রীর সঙ্গে খুনসুটির মুহূর্তগুলিকে লেন্সবন্দি করে মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। এ বার তাঁদের সঙ্গ দিলেন ঈশান।
শাহিদকে শেষ দেখা গিয়েছিল 'জার্সি'-তে। ছবিটি যদিও বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। ঈশানের শেষ ছবি 'ফোন ভূত'। গুরমিত সিং পরিচালিত হরর-কমেডিটিও দর্শকের মন জয়ে ব্যর্থ।