TRENDING:

আব্রামের জন্মদিনে মা গৌরী খানের আদুরে পোস্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পাঁচ বছরে পা দিল শাহরুখপুত্র আব্রাম। আজ ছোট্ট আব্রামে জন্মদিন । ২০১৩ সালে ২৭ মে শাহরুখ খান-গৌরী খান দম্পতির এই সর্বকনিষ্ঠ সন্তানটির জন্ম হয়।
advertisement

জন্মের পর থেকেই সুপার স্টার-কিড সে। সব সময় স্টারডমে থাকা ও স্পটলাইটের আলোতে ঝলমল করার কারণে সে জানে কিভাবে মানুষের কাছ থেকে আদর কুড়িয়ে নিতে হয়। তাই, সবার আদর আর পছন্দের তালিকায় এই সুপার স্টার-কিড। পাপারাৎজিদের ক্যামেরা সর্বক্ষণ তাক করে থাকে এই স্টারকিডের দিকেই ৷

গৌরী খানের সেই ইনস্টাগ্রাম পোস্ট

advertisement

আর খান বাড়িও কিন্তু মশগুল এই দস্যিকে নিয়ে ৷ এই মুহূর্তে শাহরুখ অন্য দুই সন্তান বিদেশে পড়তে গিয়েছেন ৷ আব্রাম এই মুহূর্তে ‘মন্নত’ আলো করে রয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

আজ আব্রামের জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আদরের সন্তানের দুটি ছবি পোস্ট করেন মা গৌরী খান। আর তার পর থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কমেন্ট ফিড ভরে গিছে সব বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আব্রামের জন্মদিনে মা গৌরী খানের আদুরে পোস্ট