এখানেই শেষ নয়। চিঠিতে সুকেশ জানান, জ্যাকলিনের ইচ্ছাপূরণের জন্য তিনি পশুদের জন্য একটি হাসপাতালও তৈরি করছেন। সুকেশের দাবি, তাঁর টিম ইতিমধ্যেই সবটা পরিকল্পনা করে ফেলেছে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই হাসপাতাল শুরুর কাজ। আর হাসপাতালটি চালু হবে ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে। কারণ সে দিনই জ্যাকলিনের জন্মদিন।
আরও পড়ুন: ‘খুব কষ্ট হয়…’, বিশ্বাসঘাতকার কথা বললেন নুসরত! কোন ঝড় বয়ে যাচ্ছে তাঁর জীবনে
advertisement
আরও পড়ুন: ‘আমার প্রেমিকার জন্য জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করবেন’ ভক্তের আবদার শুনে কী বললেন শাহরুখ?
চিঠিতে সুকেশ জানান, সারা দেশের শ্রেষ্ঠ পশু চিকিৎসকদের আনা হবে সেই হাসপাতালে। বিনা মূল্যে হবে চিকিৎসা। ঠিক যেমনটা জ্যাকলিন চেয়েছিলেন বলে দাবি সুকেশের।
আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ আপাতত দিল্লির মান্দোলি জেলে রয়েছেন সুকেশ। গত অগাস্টেও জ্যাকলিনের জন্মদিন উপলক্ষে জ্যাকলিনকে চিঠি পাঠিয়েছিলেন সুকেশ।