Shah Rukh Khan: 'আমার প্রেমিকার জন্য জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করবেন' ভক্তের আবদার শুনে কী বললেন শাহরুখ?

Last Updated:

Shah Rukh Khan:আস্ক এসআরকে সেশন চলাকলীন হঠাৎ এক অনুরাগী এমন প্রশ্ন করেন, যা শুনে চমকে যান শাহরুখ খান৷ তিনি লেখেন, আপনি কি আমার প্রেমিকার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন৷

মুম্বই: ‘জওয়ান’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিং খানের আপকামিং ছবি ‘জওয়ান’ মুক্তির কাউন্টডাউন৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা৷ ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা যাচ্ছে ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উত্তেজনা টগবগিয়ে ফুটছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আস্ক এসআরকে সেশনে যোগ দিয়েছিলেন বাদশা৷ যদিও ভক্তদের সঙ্গে প্রায়শই এমনটা করে থাকেন অভিনেতা৷
আস্ক এসআরকে সেশন চলাকলীন হঠাৎ এক অনুরাগী এমন প্রশ্ন করেন, যা শুনে চমকে যান শাহরুখ খান৷ তিনি লেখেন, আপনি কি আমার প্রেমিকার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন৷ কারণ আমি ওর নিকম্মা বয়ফ্রেন্ড৷ তবে এর উত্তর দিতে ছাড়েননি অভিনেতা৷ শাহরুখ বলেন, বিনামূল্যে ভালবাসা তো দিচ্ছে ভাই…টিকিটের জন্য পয়সা লাগবে৷ রোমান্স সস্তায় হয় না, গিয়ে টিকিট কিনুন এবং প্রেমিকাকে আপনার সঙ্গে নিয়ে যান৷ হ্যাশট্যাগে জওয়ান লিখে পোস্ট করেছেন৷
advertisement
advertisement
এই আস্ক এসআরকে সেশনে চলাকালীন অন্য এক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন, জওয়ানের অগ্রিম বুকিংয়ে কতটা সত্যি আর কতটা জল মেশানে৷ এই প্রশ্ন শুনেই ক্ষোভ উগরে দেন অভিনেতা৷ কড়া জবাবে টুইটারে পোস্টে অভিনেতা লেখেন, সোশ্যাল মিডিয়ার মতো নোংরা কথা বলো না৷ ইতিবাচক ভাবনা নিয়ে এসো এবং সকলের জন্য মনের মধ্যে ভাল ভাবনা রেখো, জীবনে ভাল হোক৷ ভদ্রভাবেই কড়া জবাবে উত্তরটা দিয়েছেন কিং খান৷
advertisement
অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে শাহরুখের এই ছবি৷ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে অগ্রিম টিকিট বুকিংয়েও অনেকটাই এগিয়ে রয়েছে জওয়ানে৷ মুক্তির আগে এমন প্রশ্ন মোটেই ভালভাবে নেননি অভিনেতা৷ নিজের মতো করেই উত্তর দিয়েছেন বাদশা৷ চলতি মাসের ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’৷ উল্লেখ্য, দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতি তো রয়েছেন এছাড়াও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত এবং থালাপথি বিজয়কে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: 'আমার প্রেমিকার জন্য জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করবেন' ভক্তের আবদার শুনে কী বললেন শাহরুখ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement