অভিনেতা নন, পরিচালক হতে চান তিনি৷ ক্যামেরার সামনে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ আর দূর থেকে মনিটরে চোখ দিয়ে দেখছেন আরিয়ান খান৷ বাবাকে দিয়েই পরিচালনায় হাতেখড়ি শুরু করলেন বাদশা পুত্র৷ কী পরিচালনা করছেন আরিয়ান? জানা গিয়েছে, বিজ্ঞাপন পরিচালনা দিয়েই কাজ শুরু করলেন পরিচালক৷ কিছুদিন আগেই নিজের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড 'ডি ইয়ালভ এক্স' নিয়ে এসেছেন আরিয়ান খান৷ সেই ব্র্যান্ডেরই বিজ্ঞাপনের মুখ অর্থাৎ মডেল হলেন শাহরুখ খান৷ বাবাকে দিয়েই পরিচালনা শুরু করলেন ছেলে৷
advertisement
আরও পড়ুন-ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
আরও পড়ুন- কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান, বোন সুহানা খান বিজ্ঞাপনের টিজার ভিডিও পোস্ট করেছেন৷ টিজার ভিডিওতে দেখা গেছে, বোর্ডে কেউ কিছু লিখছেন, আচমকাই হাত থেকে পড়ে যায় রঙের ব্রাশ, সেটি তুলে নেন শাহরুখ খান৷ তারপর শুধু শাহরুখের চোখ দুটি ক্যামেরার সামনে দেখা যায়৷ ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল৷ 'ডি ইয়ালভ এক্স'-এর পক্ষ থেকে শাহরুখের একটি আলো আধারি ছবি পোস্ট করা হয়েছে৷ আগের পোস্টার গুলিতে আরিয়ানকেও দেখা গিয়েছে৷ এর আগেও কিং খানের ছেলে আরিয়ান খান ইনস্টা পোস্টে চমক দিয়েছিলেন, যেখানে দেখা গিয়েছিল, একটা ক্ল্যাপ বোর্ড, যার উপরে লেখা রয়েছে-'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'। আর একটা ফিল্মস্ক্রিপ্ট যেখানে লেখা আরিয়ান খানের জন্য। ছবি শেয়ার করে আরিয়ান লেখেন, 'লেখার কাজ শেষ'। অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তবে কী করছেন, তার কোনও আভাস দেননি তখন। জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান। তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান।আপাতত বিজ্ঞাপন মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ ভক্তরা৷