কোনও পার্টি যাতে এর মধ্যে আয়োজন না করা হয়, সেই ব্যাপারেও সতর্ক করা হয়েছে মানুষকে। কোনও পার্টি বা জমায়েত হলেও স্টুডিওগুলিকে জানানোর নির্দেশ দিয়েছে বিএমসি যাতে সেই জমায়েতের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে অন্যরাও সাবধান হতে পারেন বা অন্যদের দ্রুত সনাক্ত করা যেতে পারে।
আরও পড়ুন- ছবি মুক্তির ঠিক আগেই এনা সাহার সঙ্গে মতবিরোধ! চিনেবাদাম থেকে সরলেন যশ
advertisement
গতকাল অভিনেতা কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই গতকালই আদিত্য রায় কাপুরেরও করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। আজ রবিবার জানা যায়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত। পর পর তারকারা আক্রান্ত হওয়ার জেরে ফের আতঙ্ক তৈরি হয়েছে বি-টাউনে।
আরও পড়ুন- ফের আতঙ্ক বলিউডে? কার্তিকের পরেই এবার করোনা আক্রান্ত আদিত্য রায় কাপুর
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান ছবির ফার্স্ট লুক। পর পর বেশ কিছু ছবির ঘোষণা করেছেন কিং খান। এর মধ্যে রয়েছে রাজকুমার হিরানির ডানকি, পাঠানও। পাঠান ২০২৩ র জানুয়ারিতে মুক্তি পাবে। ছবিতে রয়েছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহামও। ডানকিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। শোনা যাচ্ছে, ছবিতে ভিকি কৌশলও আছে। এই ছবিটি ২০২৩ এর ডিসেম্বরে মুক্তি পাবে।