আস্ক এসআরকে সেশন চলাকলীন হঠাৎ এক অনুরাগী এমন প্রশ্ন করেন, যা শুনে চমকে যান শাহরুখ খান৷ তিনি লেখেন, আপনি কি আমার প্রেমিকার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন৷ কারণ আমি ওর নিকম্মা বয়ফ্রেন্ড৷ তবে এর উত্তর দিতে ছাড়েননি অভিনেতা৷ শাহরুখ বলেন, বিনামূল্যে ভালবাসা তো দিচ্ছে ভাই…টিকিটের জন্য পয়সা লাগবে৷ রোমান্স সস্তায় হয় না, গিয়ে টিকিট কিনুন এবং প্রেমিকাকে আপনার সঙ্গে নিয়ে যান৷ হ্যাশট্যাগে জওয়ান লিখে পোস্ট করেছেন৷
advertisement
এই আস্ক এসআরকে সেশনে চলাকালীন অন্য এক নেটিজেন শাহরুখকে প্রশ্ন করেন, জওয়ানের অগ্রিম বুকিংয়ে কতটা সত্যি আর কতটা জল মেশানে৷ এই প্রশ্ন শুনেই ক্ষোভ উগরে দেন অভিনেতা৷ কড়া জবাবে টুইটারে পোস্টে অভিনেতা লেখেন, সোশ্যাল মিডিয়ার মতো নোংরা কথা বলো না৷ ইতিবাচক ভাবনা নিয়ে এসো এবং সকলের জন্য মনের মধ্যে ভাল ভাবনা রেখো, জীবনে ভাল হোক৷ ভদ্রভাবেই কড়া জবাবে উত্তরটা দিয়েছেন কিং খান৷
আরও পড়ুন– হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!
অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে শাহরুখের এই ছবি৷ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে অগ্রিম টিকিট বুকিংয়েও অনেকটাই এগিয়ে রয়েছে জওয়ানে৷ মুক্তির আগে এমন প্রশ্ন মোটেই ভালভাবে নেননি অভিনেতা৷ নিজের মতো করেই উত্তর দিয়েছেন বাদশা৷ চলতি মাসের ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’৷ উল্লেখ্য, দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতি তো রয়েছেন এছাড়াও ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত এবং থালাপথি বিজয়কে দেখা যাবে।