সূত্রের খবর, পাঠানের শিরোনাম পরিবর্তন নিয়ে গুজবের কোনও সত্যতা নেই, তাই নির্মাতারা শিরোনামটি সম্পর্কে এতটাই আত্মবিশ্বাসী যে তাঁরা একই শিরোনাম দিয়ে জনের প্রথম লুক প্রকাশ করেছেন৷
প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। নকল থেকে অশ্লীল নানা সমালোচনার শিকার হতে হচ্ছে বলি অভিনেত্রীকে।
আরও পড়ুন : রূপের রানি শুভশ্রী! KIFF-এ কালোর ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! দেখুন ভাইরাল সেই লুক
আরও পড়ুন : শানু থেকে অরিজিৎ! একই মঞ্চে শাহরুখের দুই প্রজন্মের কণ্ঠকে স্যালুট খোদ বাদশার
শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’! এমনটাই দাবি করে এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। নরোত্তমের দাবি, ভারতের ‘সনাতন সংস্কৃতি’কে অবমাননা করছে ‘পাঠান’। ভারতে এই সিনেমা ব্যান করারও দাবিও জানিয়েছেন তিনি।
এর আগে এসআরকে এবং দীপিকার প্রথম লুক অনলাইনে ঝড় তুলেছিল৷ এবার জন এর রুক্ষ লুক নেটমাধ্যমে গুঞ্জন তৈরি করছে। 'পাঠান' সিনেমা হলে মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৩।