TRENDING:

বদল হবে না 'পাঠান'-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে

Last Updated:

পাঠান নির্মাতারা শিরোনামটি সম্পর্কে এতটাই আত্মবিশ্বাসী যে তাঁরা একই শিরোনাম দিয়ে জনের প্রথম লুক প্রকাশ করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহরুখ খানের আসন্ন ছবি 'পাঠান'-এর নির্মাতারা ট্রোলিং এবং নেতিবাচক প্রতিক্রিয়ার পরে শিরোনাম পরিবর্তনের কথা ভেবেছিলেন৷ এমন খবরই জানা গিয়েছিল গতকাল৷ নির্মাতারা এই ধরনের কোনো চাপের মধ্যে ছিল না বলে জানিয়েছেন পড়ে।
advertisement

সূত্রের খবর, পাঠানের শিরোনাম পরিবর্তন নিয়ে গুজবের কোনও সত্যতা নেই, তাই নির্মাতারা শিরোনামটি সম্পর্কে এতটাই আত্মবিশ্বাসী যে তাঁরা একই শিরোনাম দিয়ে জনের প্রথম লুক প্রকাশ করেছেন৷

প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। নকল থেকে অশ্লীল নানা সমালোচনার শিকার হতে হচ্ছে বলি অভিনেত্রীকে।

advertisement

আরও পড়ুন : রূপের রানি শুভশ্রী! KIFF-এ কালোর ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! দেখুন ভাইরাল সেই লুক

আরও পড়ুন : শানু থেকে অরিজিৎ! একই মঞ্চে শাহরুখের দুই প্রজন্মের কণ্ঠকে স্যালুট খোদ বাদশার

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’! এমনটাই দাবি করে এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। নরোত্তমের দাবি, ভারতের ‘সনাতন সংস্কৃতি’কে অবমাননা করছে ‘পাঠান’। ভারতে এই সিনেমা ব্যান করারও দাবিও জানিয়েছেন তিনি।

advertisement

এর আগে এসআরকে এবং দীপিকার প্রথম লুক অনলাইনে ঝড় তুলেছিল৷ এবার জন এর রুক্ষ লুক নেটমাধ্যমে গুঞ্জন তৈরি করছে। 'পাঠান' সিনেমা হলে মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৩।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বদল হবে না 'পাঠান'-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল