আরও পড়ুন- কী উদ্দেশ্য কাশ্মীর ফাইলসের? প্রশ্ন তোলায় ফারুক আব্দুল্লাহকে আক্রমণ পরিচালকের!
দেখুন শাহরুখ খানের তাক লাগানো সেই (Shah Rukh Khan Trending) ছবি:
কয়েকদিন আগেই, শাহরুখ খান নিজের SRK+ অ্যাপ চালু করেছিলেন এবং লিখেছিলেন, “কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কি দুনিয়া মে।” সলমান খান এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেছিলেন, “আজ কি পার্টি তেরি তরফ সে। তোমার নতুন OTT অ্যাপ, SRK+ এর জন্য অভিনন্দন।”
এই সেই ট্যুইট:
নিজের ট্যুইটে, পরিচালক অনুরাগ কাশ্যপ জানিয়েছেন যে তিনি শাহরুখ খানের সঙ্গেও সহযোগিতা করছেন। “স্বপ্ন সত্যি হল! শাহরুখের সঙ্গে তাঁর নতুন OTT অ্যাপ, SRK+-এ সহযোগিতা করছি,” ট্যুইট করেছেন অনুরাগ কাশ্যপ৷
শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে পাঠান (Shah Rukh Khan Trending) সিনেমায়। চলচ্চিত্রটির একটি টিজার শেয়ার করে কিং খান লিখেছেন, “আমি জানি দেরি হয়ে গেছে... তবে তারিখটি মনে রাখবেন... পাঠান সময় এখন শুরু হচ্ছে... ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় মুক্তি পাবে আপনার কাছাকাছি প্রেক্ষাগৃহে।”
আরও পড়ুন- কোথাও কার্টুন, কোথাও জল রঙ, দীপিকাকে নিয়ে ভক্তদের আঁকা ছবি দেখে মুগ্ধ রণবীরও!
পাঠান সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan Trending), দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে সলমান খানকেও দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়।