নবপ্রীত জানান যে শাহরুখের সঙ্গে দেখা হওয়া তাঁর স্বপ্ন পূরণের মতো। এটা তাঁর জীবনের একটা অন্যতম সেরা দিন হয়ে থেকে যাবে। মন্নতের পরিবেশ থেকে শাহরুখের পরিবারের সকলের সঙ্গে কী ভাবে সময় কাটালেন সবটাই ভাগ করে নিলেন নবপ্রীত। তিনি জানান শাহরুখ তাঁকে নিজের হাতে পিৎজা বানিয়ে খাইয়েছেন। শুধু তাই না একটি ন্যাপকিনে কিং খান তাঁকে অটোগ্রাফও দেন। তাঁর পোস্টে, নবপ্রীত পুরো খান পরিবার সম্পর্কে বলেন। পাশাপাশি তিনি জানান, এই স্মৃতি সবসময় নিজের কাছে তিনি আগলে রাখতে চান।
advertisement
আরও পড়ুন: 'চাইলে নায়িকা হওয়ার জন্য অপেক্ষা করতে পারতাম', কেরিয়ার নিয়ে অকপট 'জগদ্ধাত্রী'র 'সাংভি' প্রেরাণা
নবপ্রীত তাঁর পোস্টে লিখেছেন- ' আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি এই ছবিগুলো কখনই পোস্ট করব না, কিন্তু এই স্মৃতি আমার কাছে এত মূল্যবান যে শেয়ার না করে পারলাম না। মনে হল মন্নতে গিয়ে জীবনের সবচেয়ে আনন্দের দিন কাটিয়েছি। কিং খান নিজেই আমার জন্য পিৎজা বানিয়েছেন, যেহেতু ভেজ খাই তাই আমার জন্য ভেজ পিৎজা বানিয়েছেন। যতক্ষণ আমি তাঁর বাড়িতে ছিলাম, আমার শুধু মনে হচ্ছিল যে আমি যেন স্বপ্ন দেখছি এবং কেউ এসে হয়তো আমাকে জাগিয়ে দেবে এখনই। বাইরে থেকে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু মনে মনে আনন্দের বাঁধ ভেঙে গিয়েছিল।'
আরও পড়ুন: শোলাঙ্কি বিদায় নিতেই নয়া নায়িকার আগমন! এ বার 'গাঁঁটছড়া'য় দেখা যাবে কোন জনপ্রিয় মুখকে
'আমি খান পরিবারের সঙ্গে খাবার টেবিলে বসে ছিলাম। পূজা দদলানিও ছিলেন আমাদের সঙ্গে। আমি বাথরুমের রাস্তা জিজ্ঞেস করলে শাহরুখ চেয়ার থেকে উঠে নিজে আমাকে রাস্তা বলে দেন। শাহরুখের মতো নম্র ভদ্র স্বভাবের মানুষ আমি খুব কম দেখেছি, এত বিরাট মাপের অভিনেতা তাও অহংকারের লেশমাত্র নেই। উনি যখন বাথরুমে যাওয়ার পথ চিনিয়ে দিচ্ছিলেন, মনে হচ্ছিল আনন্দে চিৎকার করি। বাথরুমে গিয়ে চিৎকারও করেছিলাম, কিন্তু কোনও শব্দ না করেই। তারপর ডাইনিং টেবিলে এসে এক ফালি পিৎজা খেয়ে নিলাম। কারণ আমার পুরো পেট উত্তেজনায় ভরে গিয়েছিল।'
নবপ্রীত পোস্টে আরও লিখেছেন- 'গৌরী খান তো ভীষণ ভাল। আব্রাম আমার নতুন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। আরিয়ানও বাবার মতোই নম্র ভদ্র। আর সুহানা তো খুবই মিষ্টি। আর পূজাকে নিয়ে কী বলি, তাঁর মতো এত স্মার্ট ভদ্রমহিলা খুব কম দেখেছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি শাহরুখের বাড়িতে মন্নতে গিয়েছিলাম। এখন পর্যন্ত এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।'