সূত্রের খবর অনুযায়ী ‘জওয়ান’-এর প্রথম দিনের আয় প্রায় ৫৩ কোটি টাকা হওয়ার সম্ভাবনা ছিল৷ বক্স অফিসে ৭৪.৫০ কোটি টাকা উপার্জন করে ইতিমধ্যেই প্রথম দিনেই বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির শিরোপা পেয়েছে ‘জওয়ান’৷ তবে দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমল ‘জওয়ান’-এর৷ আয়৷
স্যাঙ্কলিঙ্কের রিপোর্ট অনুসারে দ্বিতীয় দিনে ‘জওয়ান’-এর আয় ৫৩ কোটি৷ যা প্রথম দিনের ৭৪ কোটির চেয়ে অনেকখানি কম৷ তবে দ্বিতীয় দিন কমে গেলেও ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে ‘জওয়ান’৷
advertisement
‘জওয়ান’-এর আয় ইতিমধ্যেই ১২৭.৫০ কোটি টাকায় পৌঁছেছে। ছবিটি দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পাচ্ছে এবং চলচ্চিত্র সমালোচকরাও এটিকে একটি ভাল রেটিং দিয়েছেন।
এ পর্যন্ত ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। শাহরুখ খানের ছবির জন্য শুধু সাধারণ দর্শক নয়, বলিউড ও টিভি তারকাদের মধ্যেও রয়েছে প্রচণ্ড উত্তেজনা। সাধারণ দর্শকের পাশাপাশি ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত বলি সেলেবরাও৷