একই সঙ্গে, কাটা-কাটা স্পষ্ট কথা বলেও লোকজনকে চমকে দিতে জানেন এই নায়িকা। এবার যেমন মুখ খুললেন জওয়ান নিয়ে।
পরিচালক অ্যাটলির জওয়ান এখন রমরমিয়ে চলছে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহেই। ব্যবসা বাড়ছে উত্তরোত্তর, সেই সঙ্গে ছবি নিয়ে মিডিয়ায় হেডলাইন। এবার সেখানে কিঞ্চিৎ আলো ছড়ালেন দীপিকাও। ঠিক যেমনটা তিনি করেছেন কয়েক মিনিটের জন্য ফ্ল্যাশব্যাকে এসে, ছবিতে শাহরুখ খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় জনপ্লাবন তারাপীঠে, অথচ ফাঁকা সব হোটেল! জানা গেল আশ্চর্য এক কারণ
অনেকেই জানতে আগ্রহী, ক্যামিওতে কেন মুখ দেখালেন দীপিকা! নায়িকা জানাচ্ছেন সাফ- কারণটা শাহরুখ খান ছাড়া আর কিছুই নয়। কথাটা মিথ্যে বলে ধরে নেওয়ার কোনও কারণও নেই, শাহরুখের সঙ্গেই তো বলিউডের রুপোলি পর্দায় প্রথম দেখা গিয়েছিল তাঁকে, ২০০৭ সালে ফারহা খানের ওম শান্তি ওম ছবিতে।
মনে আছে, সেখানে কেমন শান্তিপ্রিয়ার জন্য পাগল ছিল ওম?
দীপিকা বলছেন এত বছর পেরিয়ে এসে, ওই রসায়নের পুরোটাই সত্যি, নিছক অভিনয় নয়। তাঁর দাবি, যে কয়েকজনের কাছে শাহরুখ দুর্বল হয়ে পড়েন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। অনেকগুলো বছর ধরে তাঁরা একে অপরের বন্ধু, ভরসার জায়গা। একজনের দরকারে আরেকজন হাজির থাকেন সব সময়েই। এটাই তাঁর কাছে আসল, নায়কের লাকি চার্ম হয়ে ওঠা কেকের ওপরে খুদে চেরিফলটার মতো, তার বেশি কিছু নয়।
এবার নিশ্চয়ই বোঝা গেল, কেন জওয়ান-এ হাজিরা দিয়েছেন দীপিকা? ২০০৯ সালের বিল্লু ছবিটার কথা মনে থাকলে সব হিসেব মিলে যাবে, সেখানেও এক গানে ক্যামিওতে ধরা দিয়েছিলেন শাহরুখের আলিঙ্গনে দীপিকা।
লাভ মেরা হিট হিট! সঙ্গে ছবিও, জওয়ান যে ১০০০ কোটি টাকার ব্যবসা পেরিয়েও থামেনি, তা তো দেখাই যাচ্ছে।
নায়িকা যদিও বলছেন, সংখ্যা আর অঙ্ক সেই স্কুল থেকেই তাঁর অপছন্দের বিষয়, ও নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না, ছবিটা যে দর্শক নিয়েছে এই তাঁর স্বস্তি!