Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় জনপ্লাবন তারাপীঠে, অথচ ফাঁকা সব হোটেল! জানা গেল আশ্চর্য এক কারণ

Last Updated:
Kaushiki Amavasya 2023: এই বছর তুলনামূলক ভাবে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেয়েছেন হোটেল মালিকরা।
1/6
তারাপীঠে কৌশিকী অমাবস্যায় গত বছরের তুলনায় এই বছর কয়েকগুণ দর্শনার্থীর সংখ্যা। তবে দর্শনার্থী বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেলেন হোটেল মালিকেরা। (রিপোর্টার- সৌভিক রায়)
তারাপীঠে কৌশিকী অমাবস্যায় গত বছরের তুলনায় এই বছর কয়েকগুণ দর্শনার্থীর সংখ্যা। তবে দর্শনার্থী বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেলেন হোটেল মালিকেরা। (রিপোর্টার- সৌভিক রায়)
advertisement
2/6
বৃহস্পতিবারই পালিত হয়েছে তারাপীঠের কৌশিকী অমাবস্যা। গত বছরের তুলনায় এই বছর তুলনামূলক ভাবে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেয়েছেন হোটেল মালিকরা।
বৃহস্পতিবারই পালিত হয়েছে তারাপীঠের কৌশিকী অমাবস্যা। গত বছরের তুলনায় এই বছর তুলনামূলক ভাবে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেয়েছেন হোটেল মালিকরা।
advertisement
3/6
তারাপীঠ মন্দির নগরীকে কেন্দ্র করে কয়েক হাজার ছোট বড় হোটেল গড়ে উঠেছে। তবে গত বছর অর্থাৎ ২০২২ সালে দর্শনার্থীদের অভিযোগ ছিল হোটেল ভাড়া রাখা হয়েছে আকাশ ছোঁয়া,আর তার ফলেই গত বছর দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক হাজার।
তারাপীঠ মন্দির নগরীকে কেন্দ্র করে কয়েক হাজার ছোট বড় হোটেল গড়ে উঠেছে। তবে গত বছর অর্থাৎ ২০২২ সালে দর্শনার্থীদের অভিযোগ ছিল হোটেল ভাড়া রাখা হয়েছে আকাশ ছোঁয়া,আর তার ফলেই গত বছর দর্শনার্থীর সংখ্যা ছিল কয়েক হাজার।
advertisement
4/6
কিন্তু গত বছরের কথা মাথায় রেখে এই বছর হোটেল কর্তৃপক্ষ হোটেল মালিকদের কড়া বার্তা দিয়ে একটি নির্ধারিত ভাড়া সকল হোটেলের জন্য স্থির করে দেয়। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে স্থির করা ভাড়ায় দর্শনার্থীদের জন্য বরাদ্দ করা হয় এই বছর।
কিন্তু গত বছরের কথা মাথায় রেখে এই বছর হোটেল কর্তৃপক্ষ হোটেল মালিকদের কড়া বার্তা দিয়ে একটি নির্ধারিত ভাড়া সকল হোটেলের জন্য স্থির করে দেয়। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে স্থির করা ভাড়ায় দর্শনার্থীদের জন্য বরাদ্দ করা হয় এই বছর।
advertisement
5/6
তবে দর্শনার্থীর সংখ্যা থাকলেও অধিকাংশ হোটেলেই ৪০ থেকে ৫০ শতাংশ রুম খালি গিয়েছে। এই বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, 'সকলের কথা চিন্তা করে ভাড়া রাখা হয়েছিল সাধ্যমতো। তবে প্রশাসনের তরফ থেকে অমাবস্যা শুরু হওয়ার আগেই তারাপীঠে প্রবেশ করার বেশ কয়েকটি রাস্তা নো এন্ট্রি জোন করে দেওয়ার ফলেই দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে তারাপীঠ আসতে অনিহা প্রকাশ করেছেন।'
তবে দর্শনার্থীর সংখ্যা থাকলেও অধিকাংশ হোটেলেই ৪০ থেকে ৫০ শতাংশ রুম খালি গিয়েছে। এই বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, 'সকলের কথা চিন্তা করে ভাড়া রাখা হয়েছিল সাধ্যমতো। তবে প্রশাসনের তরফ থেকে অমাবস্যা শুরু হওয়ার আগেই তারাপীঠে প্রবেশ করার বেশ কয়েকটি রাস্তা নো এন্ট্রি জোন করে দেওয়ার ফলেই দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে তারাপীঠ আসতে অনিহা প্রকাশ করেছেন।'
advertisement
6/6
অন্যদিকে, তারাপীঠে পূজো দিতে আসা এক দর্শনার্থী জানান, গত বছর কৌশিকী অমাবস্যার দিন যে হারে হোটেল ভাড়া রাখা হয়েছিল তার তুলনায় হোটেল ভাড়া কম থাকলেও, বছরের অন্য দিন যেমন ভাড়া রাখা হয় তার থেকে কিছুটা হলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সেই কারণেই ভোর রাতে পুজো দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। (রিপোর্টার- সৌভিক রায়)
অন্যদিকে, তারাপীঠে পূজো দিতে আসা এক দর্শনার্থী জানান, গত বছর কৌশিকী অমাবস্যার দিন যে হারে হোটেল ভাড়া রাখা হয়েছিল তার তুলনায় হোটেল ভাড়া কম থাকলেও, বছরের অন্য দিন যেমন ভাড়া রাখা হয় তার থেকে কিছুটা হলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সেই কারণেই ভোর রাতে পুজো দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। (রিপোর্টার- সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement