Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় জনপ্লাবন তারাপীঠে, অথচ ফাঁকা সব হোটেল! জানা গেল আশ্চর্য এক কারণ
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Kaushiki Amavasya 2023: এই বছর তুলনামূলক ভাবে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি থাকলেও ব্যবসায় জোর ধাক্কা খেয়েছেন হোটেল মালিকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে দর্শনার্থীর সংখ্যা থাকলেও অধিকাংশ হোটেলেই ৪০ থেকে ৫০ শতাংশ রুম খালি গিয়েছে। এই বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, 'সকলের কথা চিন্তা করে ভাড়া রাখা হয়েছিল সাধ্যমতো। তবে প্রশাসনের তরফ থেকে অমাবস্যা শুরু হওয়ার আগেই তারাপীঠে প্রবেশ করার বেশ কয়েকটি রাস্তা নো এন্ট্রি জোন করে দেওয়ার ফলেই দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে তারাপীঠ আসতে অনিহা প্রকাশ করেছেন।'
advertisement
অন্যদিকে, তারাপীঠে পূজো দিতে আসা এক দর্শনার্থী জানান, গত বছর কৌশিকী অমাবস্যার দিন যে হারে হোটেল ভাড়া রাখা হয়েছিল তার তুলনায় হোটেল ভাড়া কম থাকলেও, বছরের অন্য দিন যেমন ভাড়া রাখা হয় তার থেকে কিছুটা হলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সেই কারণেই ভোর রাতে পুজো দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। (রিপোর্টার- সৌভিক রায়)