ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ডান্স ফ্লোরে অতিথিদের ভিড়। মাঝখানে গানের তালে পা মেলাচ্ছেন রিহানা সঙ্গে শাহরুখ। ছবিতে শাহরুখের কন্যা সুহানাকেও দেখা গিয়েছে। অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনিও। দেখছেন রিহানাকে।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠান জমজমাট! দেখে নিন ছবি
সোশ্যাল মিডিয়ায় শাহরুখের আরও একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে অবশ্য রিহানা নেই। সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। স্ত্রী গৌরী খান, কন্যা সুহানা এবং ছেলে আব্রামের সঙ্গে পোজ দিচ্ছেন বলিউডের বাদশা। সুহানার পরনে লাল পোশাক। শাহরুখ এবং আব্রাম সেজেছেন কালো স্যুট আর ট্রাউজারে। গৌরী পরেছেন কমলা রঙের শাড়ি।
advertisement
আরও পড়ুন: ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে সুহেল শেঠ! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানে চাঁদের হাট
শনিবার রাতের প্রাক-বিবাহ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। তারও কিছু ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে, মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে কথা বলছেন বাদশা।
‘নাটু নাটু’ গানে শাহরুখ, সলমন এবং আমিরের নাচ নিয়েও জোর চর্চা চলছে। অস্কার জয়ী এই গানের সঙ্গে পা মেলান বলিউডের তিন খান। সে এক দেখার মতো দৃশ্য। উচ্ছ্বাসে ফেটে পড়েন অতিথিরা। সুহানা খান, অনন্যা পান্ডে, নভ্যা নভেলি নন্দা, শানায়া কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জদের পারফরম্যান্সেও অংশ নেন শাহরুখ।
শাহরুখ, সলমন, আমির ছাড়াও বলিউডের তাবড় সেলেব্রিটিরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, সইফ আলি খান, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর। উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাটরাও।