মুক্তির পঞ্চম দিনে বক্স অফিসে ‘পাঠান’ ঝড় অব্যাহত। সোমবার ছবির কলাকুশলী সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি শাহরুখ খান। সেখানে আঅবার শাহরুখের গালেও চুম্বন আঁকলেন দীপিকা৷
মাত্র ৫ দিনে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি। বক্সঅফিসে তো আগেই ছক্কা হাঁকিয়েছিল পাঠান৷ দর্শকদের মনেও শাহরুখ 'কিং' হয়েই থাকলেন৷ দীর্ঘ চার বছর পরে বড় পর্দায় দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন, 'এভাবেই ফিরে আসা যায়'৷ ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসও দেখার মতো। ছবি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছে ‘পাঠান’। তা সত্ত্বেও দর্শক ভালবাসা উজাড় করে দিয়েছেন। সবকিছুর জন্যই সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন বলিউডের ‘বাদশা’।
আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছে 'পাঠান'! পিছনে ফেলে দিল 'বাহুবলী ২'কেও, কত কোটির মাইলফলক পেরলেন শাহরুখ!
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
সাংবাদিক বৈঠকে মধ্যমণি ছিলেন দীপিকা পাড়ুকোন৷ দীপিকার একদিকে বসেছিলেন শাহরুখ খান, অন্যদিকে বসেছিলেন জন এব্রাহাম৷ হঠাৎই নিজের আসন ছেড়ে উঠে এলেন শাহরুখ৷ সটান চলে গেলেন জনের কাছে৷ সেখানে জনের কথার মধ্যেই তিনি বলে উঠলেন, ‘আমি আর থাকতে পারছি না৷’ বলে জনকে একটি চুমু খেয়ে বসলেন৷ আনন্দ যেন আজ সর্বত্র বিরাজমান৷
অন্যদিকে বিগত কয়েক বছরে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেননি দীপিকা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ' ছপক ' আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গত বছর অ্যামাজনে মুক্তি পায় তার ' গেহরাইয়া ' । দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বলা যায়, 'পাঠান'- এর হাত ধরেই দীর্ঘ দিন পর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তিনি। তাই পাঠান যে তাঁর কাছে কতটা আবেগের তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷