রানা সরকার, সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন ইচ্ছাকৃত ভাবে রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। কী ভাবে কী পদ্ধতিতে এক একটা সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে। কিছু সিনেমার রেটিং বাড়িয়ে দেওয়া হচ্ছে । কমিশনার বলেছেন ডিসি সাইবারের সঙ্গে আলোচনা করতে।
অভিযোগে জানানো হয়েছে, প্রযোজকদের প্রোফাইল ফেক করা হচ্ছে। এই কথাটা জানিয়েছেন শ্রীকান্ত মোহতা। তিনি আরও বলেছেন, যীশু সেনগুপ্ত এক্স হ্যান্ডেল বন্ধ করেছেন। কারণ তাঁর এক্স হ্যান্ডেল ফেক করা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘‘যাঁরা রিলস করছেন করুন কিন্তু কলাকুশলীদের যা না তাই বলা হয়েছে। সবার কাছে বিনীত আবেদন দয়া করে বন্ধ করুন। সিনেমা ভাল না লাগলে লিখুন । ব্যক্তিগত আক্রমণ বন্ধ করুন।’’
advertisement
এদিকে স্বরূপ বিশ্বাস জানিয়েছে, পুলিশকে তথ্য প্রমাণ দিয়েছি। শ্রীকান্ত মোহতা বলেছেন, ‘‘আমরা সবাই গিয়েছিলাম। ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। বন্ধ করা উচিত। সিপিকে বলেছি। পুলিশ তদন্ত করবে।’’
রানা সরকারও এই দলে ছিলেন, তিনি বলেন, ‘‘কারও কোনও নাম ওঠেনি। বারবার হচ্ছে কয়েক বছর ধরে। প্রত্যকে সিনেমা রিলিজের সময় ব্যক্তিগত আক্রমণ না হোক। কোনও ষড়যন্ত্র আছে কি না তদন্ত হোক। সামাজিক দূষণ বন্ধ করা দরকার। স্ক্রিনিং কমিটির তরফে বলা হয়েছে।’’
পরম ও যীশুও এদিনের ঘটনায় মুখ খুলেছেন, তাঁদের মত যে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সেটা একটা জিনিস আর ব্যক্তিগত আক্রমণ এটা আলাদা জিনিস। তাই পুলিশকে বলা হয়েছে। দুই অভিনেতাই জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে৷
