BCCI Breaks Silence On Mustafizur Rahman: ‘এখনও কোনওরকম...’- কেকেআরে বাংলাদেশি মুস্তাফিজুরের খেলা নিয়ে বড় বিবৃতি বোর্ডের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mustafizur Rahman BCCI: মুস্তাফিজুর রহমান, যিনি ৬০টা IPL ম্যাচে ৬৫টা উইকেট নিয়েছেন ৮.১৩ ইকোনমি রেটে, তিনি ২০১৬ সালে Sunrisers Hyderabad-এর হয়ে IPL-এ ডেবিউ করেছিলেন।
কলকাতা: ভারতীয় প্রিমিয়ার লিগ (IPL)-এ বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে চলা বিতর্কের মধ্যে, Board of Control for Cricket in India (BCCI) জানিয়েছে যে, এই বিষয়ে এখনও কোনও যোগাযোগ তারা পায়নি। গত মাসের IPL নিলামে Bangladesh পেসার মুস্তাফিজুর রহমানকে সই করানো নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে, সংবাদ সংস্থা BCCI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড়দের IPL-এ অংশগ্রহণে কোনও নিষেধাজ্ঞার নির্দেশ আসেনি।
advertisement
advertisement
advertisement
রহমান, যিনি ৬০টা আইপিএল ম্যাচে ৬৫টা উইকেট নিয়েছেন ৮.১৩ ইকোনমি রেটে, তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-র হয়ে IPL-এ অভিষেক করেছিলেন। এরপর তিনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) (২০১৮), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) (২০২১), দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals) (২০২২–২৩), এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) (২০২৪)-এর হয়ে খেলেছেন, পরে প্লে-অফে কোয়ালিফাই করতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত মরশুমে তিনি Australia ব্যাটার Jake Fraser-McGurk-এর চোটের কারণে দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)-এ আবার যোগ দেন।
advertisement
এর আগে, আধ্যাত্মিক গুরু Devkinandan Thakur, KKR অন্যতম কর্ণধার, বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)-কে রহমানকে দলে নেওয়া নিয়ে সমালোচনা করেন, বলেন যে, প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অত্যাচারের খবরের মধ্যে একজন বাংলাদেশর খেলোয়াড়কে দলে নেওয়ায় হিন্দু এবং সনাতন ধর্মের অনুসারীরা কষ্ট পেয়েছেন।
advertisement







