TRENDING:

তাহলে কী অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘এনগেজমেন্ট’ হয়ে গেল?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওদিকে বলিউডে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক ৷ আর এদিকে টলিউডে কী তাহলে অঙ্কুশ-ঐন্দ্রিলা ? মোটামুটি এই গুঞ্জনই ঘুরছে ফিরছে টলিপাড়ায় ৷ আর এই গুঞ্জনের রসদ জুগিয়েছে, একটি আংটি আর সুদীপা চট্টোপাধ্যায়ের মন্তব্য ৷ কেসটা কি?
advertisement

কিুছদিন আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলা দুবাইয়ে গিয়েছেন একটি ফিল্মি অনুষ্ঠানে অংশ নিতে ৷ সেই ছবি ফেসবুকে শেয়ারও করেছিলেন ঐন্দ্রিলা ৷ তবে এরই মাঝে গুঞ্জন উঠেছে ঐন্দ্রিলার শেয়ার করা এক ছবি নিয়ে ৷ যেখানে দেখা গিয়েছে, ঐন্দ্রিলার অনামিকাতে ঝকঝকে একটি আংটি !

ব্যস, ফ্যানেরা তো গুঞ্জন শুরুই করে দিয়েছিল ছবি দেখে, সেই গুঞ্জনকেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

যেন উসকে দিলেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ তিনি লিখলেন, ‘বিয়ের কি ঘণ্টা বাজতে চলেছে ?’ তার উত্তরে অবশ্য ঐন্দ্রিলা মুচকি হেসে, জানিয়েছে, ‘গেস গেস !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
তাহলে কী অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘এনগেজমেন্ট’ হয়ে গেল?