TRENDING:

Saurav Das-Darshana Banik Viral Video: সৌরভের জামা-প্যান্ট পরেই 'অ্যানিমাল' দেখতে গেলেন দর্শনা! সিনেমা-হলে একী করলেন? ভাইরাল ভিডিও

Last Updated:

Saurav Das-Darshana Banik Viral Video: শ্বশুর বাড়িতে একটাও পরার মতো পোশাক নেই দর্শনার! শেষে কিনা বরের জামা প্যান্ট পরতে হল! তারপর দেখুন কী ঘটল! তুমুল ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যম! নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউ ভাতের সাজ! দর্শনার গা ভর্তি ছিল সোনার গয়নায়! অপরূপ সুন্দর লেগেছে তাঁকে। গোটা টলিউড তাঁদের বিয়েতে শামিল হয়েছিল। গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও! বিয়ে সেরে দর্শনা এখন সৌরভের ঘরনী! শ্বশুর বাড়িতে এসেও নানা কিছু সামনে এসেছে! তাদের মোটামোটি সব পোস্টই ভাইরাল হচ্ছে! বিয়ে থেকে গায়ে হলুদ, ভাত কাপড় সবেতেই একেবারে সুপারহিট সৌরভ ও দর্শনা!
advertisement

বিয়ের পর সেজে গুজে শ্বশুর বাড়ি গেলেন দর্শনা! সৌরভের কাঁধে মাথা রেখে গাড়িতে ভালবাসা উড়িয়ে শ্বশুর বাড়ি গেলেন দর্শনা! মিটে গেল বউ ভাত! তবে তিন দিনের মাথায় জোড় খুলতেও বাপের বাড়ি গেলেন দর্শনা-সৌরভ! সে ভিডিও আপাতত ভাইরাল! কিন্তু এই বউ-ভাতের পরেই এক মজার কাণ্ড ঘটালেন সৌরভ দর্শনা! সেই ভিডিও দেখলে হেসে খুন হবেন! দর্শনা যা করেছেন ভাবতে পারবেন না!

advertisement

আরও পড়ুন: মেক-আপ নেই! চোখে-মুখে ক্লান্তি! জোড় খুলতে বাপের বাড়ি গেলেন দর্শনা! সঙ্গে সৌরভ! ভাইরাল ভিডিও অবাক করবে

বিয়ের পর শ্বশুর বাড়ি আসার সময় দর্শনা শুধু শাড়ি নিয়ে এসেছেন। ভেবে ছিলেন বিয়ের পর তো সবাই কয়েকটা দিন শাড়িই পরে! তাই অন্য পোশাক আর প্যাক করেননি! আর তাতেই হল কাণ্ড! দর্শনা ও সৌরভ বিয়ের ব্যস্ততার জন্য দেখে উঠতে পারেননি রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ছবি ‘অ্যানিমাল’! তাই বউ ভাতের পরেই ঠিক করেন সাউথসিটিতে এই সিনেমা দেখতে যাবেন! আর তা দেখতে যাওয়ার জন্য একটাও পোশাক খুঁজে পাননি দর্শনা! কারণ তিনি তো পোশাক আনেননি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

তাহলে কী হবে? কী করে তিনি যাবেন সিনেমা হলে? উপায় বলে দিলেন সৌরভ! সৌরভের জামা প্যান্ট পরেই সিনেমা দেখতে গেলেন সৌরভ দর্শনা! সে কথা ভিডিও করে সোশ্যাল মাধ্যমে জানালেন দর্শনা! এমনকি এই রিল ভিডিওতে জানালেন তাদের এই ছবি খুব ভাল লেগেছে! তবে সৌরভ অবশ্য একটু মজার ছলেই দর্শনাকে বললেন, ‘তোর জন্য এবার আমি তো রিভিউ ভিডিও করতেই পারবো না? আমার ভ্লগের কী হবে?’ যদিও দর্শনা বলেছেন এর পরের রিভিউটা সৌরভ করবেন! মোট কথা হাসি খুশিতে জমিয়ে সংসার করছেন দর্শনা ও সৌরভ! আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Saurav Das-Darshana Banik Viral Video: সৌরভের জামা-প্যান্ট পরেই 'অ্যানিমাল' দেখতে গেলেন দর্শনা! সিনেমা-হলে একী করলেন? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল