বিয়ের পর সেজে গুজে শ্বশুর বাড়ি গেলেন দর্শনা! সৌরভের কাঁধে মাথা রেখে গাড়িতে ভালবাসা উড়িয়ে শ্বশুর বাড়ি গেলেন দর্শনা! মিটে গেল বউ ভাত! তবে তিন দিনের মাথায় জোড় খুলতেও বাপের বাড়ি গেলেন দর্শনা-সৌরভ! সে ভিডিও আপাতত ভাইরাল! কিন্তু এই বউ-ভাতের পরেই এক মজার কাণ্ড ঘটালেন সৌরভ দর্শনা! সেই ভিডিও দেখলে হেসে খুন হবেন! দর্শনা যা করেছেন ভাবতে পারবেন না!
advertisement
বিয়ের পর শ্বশুর বাড়ি আসার সময় দর্শনা শুধু শাড়ি নিয়ে এসেছেন। ভেবে ছিলেন বিয়ের পর তো সবাই কয়েকটা দিন শাড়িই পরে! তাই অন্য পোশাক আর প্যাক করেননি! আর তাতেই হল কাণ্ড! দর্শনা ও সৌরভ বিয়ের ব্যস্ততার জন্য দেখে উঠতে পারেননি রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ছবি ‘অ্যানিমাল’! তাই বউ ভাতের পরেই ঠিক করেন সাউথসিটিতে এই সিনেমা দেখতে যাবেন! আর তা দেখতে যাওয়ার জন্য একটাও পোশাক খুঁজে পাননি দর্শনা! কারণ তিনি তো পোশাক আনেননি!
তাহলে কী হবে? কী করে তিনি যাবেন সিনেমা হলে? উপায় বলে দিলেন সৌরভ! সৌরভের জামা প্যান্ট পরেই সিনেমা দেখতে গেলেন সৌরভ দর্শনা! সে কথা ভিডিও করে সোশ্যাল মাধ্যমে জানালেন দর্শনা! এমনকি এই রিল ভিডিওতে জানালেন তাদের এই ছবি খুব ভাল লেগেছে! তবে সৌরভ অবশ্য একটু মজার ছলেই দর্শনাকে বললেন, ‘তোর জন্য এবার আমি তো রিভিউ ভিডিও করতেই পারবো না? আমার ভ্লগের কী হবে?’ যদিও দর্শনা বলেছেন এর পরের রিভিউটা সৌরভ করবেন! মোট কথা হাসি খুশিতে জমিয়ে সংসার করছেন দর্শনা ও সৌরভ! আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল!