Saurav Das-Darshana Banik Wedding: মেক-আপ নেই! চোখে-মুখে ক্লান্তি! জোড় খুলতে বাপের বাড়ি গেলেন দর্শনা! সঙ্গে সৌরভ! ভাইরাল ভিডিও অবাক করবে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Saurav Das-Darshana Banik Wedding: কোনও মতে সৌরভের দেওয়া শাড়ি গায়ে জড়িয়েই জোড় খুলতে বাপের বাড়ি গেলেন দর্শনা! কেন নেই সাজগোজ? জানালেন নায়িকা নিজেই! তুমুল ভাইরাল ভিডিও
কলকাতা: সদ্য বিয়ে সেরেছেন দর্শনা ও সৌরভ! তাঁদের জমকালো বিয়ের ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যম! নজর কেড়েছে দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউভাতের সাজ! দর্শনার গা ভর্তি ছিল সোনার গয়নায়! অপরূপ সুন্দর লেগেছে তাঁকে। গোটা টলিউড তাঁদের বিয়েতে শামিল হয়েছিল। গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও! বিয়ে সেরে দর্শনা এখন সৌরভের ঘরনী! শ্বশুর বাড়িতে এসেও নানা কিছু সামনে এসেছে!
এই যেমন ভাত কাপড়ের সময় দর্শনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সৌরভ। বিয়েতে অন্য রকম কিছু আজকাল প্রায় চোখে পড়ে! দীপিকা সিঁদুর পরেছিলেন বলে দেখা গিয়েছিল রণবীর সিংকেও সিঁদুর পরতে। অর্থাৎ বিয়ে শুধু ছেলে বা মেয়ের একার নয়। সব কিছুতেই দু’জনের সমান দায়িত্ব! তেমনটাই দর্শনা ও সৌরভের ক্ষেত্রেও! এর পর দ্বিরাগমনের পালা! সাধারণত আট দিনের মাথায় জোড় খুলতে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যায় মেয়ে জামাই!
advertisement
advertisement
তবে দর্শনা গিয়েছেন তিন দিনের মাথায়! আর এটাই তাদের রীতি! তবে জোড় খুলতে বাড়ি যাওয়ার সময় দর্শনার সাজ ছিল একেবারেই সাদামাটা! যদিও নিজের ফেসবুক রিলে সে কথা জানান দর্শনা নিজেই!
advertisement
একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দর্শনা বলছেন, ঘুম থেকে উঠেই কফি খেয়েছেন। উঠতে দেরি হয়ে যায় বলে কোনও রকমে সৌরভের দেওয়া একটি লাল শাড়ি পড়েই চলে এসেছেন তিনি। এক ফোটা মেক-আপ নেই! তবে তার মধ্যেও যেন অপরূপা দর্শনা! এই ভিডিওতে বহু মানুষ তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 10:38 PM IST