কাকপক্ষীকেও টের পেতে দেওয়া হয়নি। এরই মাঝে বিয়ে সেরে ফেলেছেন সন্দীপ রায়ের ছেলে সৌরদীপ। অন্য এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই আইনি বিয়ের বন্দোবস্ত হয়েছিল। ১২ বছরের প্রেমিকা সৃজাতার সঙ্গে আপাতত সংসার শুরু করে ফেলেছেন সন্দীপ-পুত্র। তবে আগামী ১ মার্চ টলি ক্লাবে রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে খাওয়াদাওয়া হবে।
advertisement
সংবাদমাধ্যমকে সত্যজিতের নাতি জানান, ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন বলেই কাউকেই এই বিয়ের কথা জানাননি তাঁরা। তাঁর স্ত্রী সৃজাতা থাকেন বেহালাতে। মাঝে মাঝে শ্বশুরবাড়ি, মাঝে মাঝে বাপেরবাড়ি, এই ভাবেই যাতায়াত করে দুই সংসার সামলাচ্ছেন সৃজাতা। নবদম্পতির আলাপ ১২ বছর আগে। একটি রেডিও চ্যানেলে কাজ করতে গিয়েই বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম।
সত্যজিতের স্ত্রী বিজয়া রায়, ছেলে সন্দীপ রায়, পুত্রবধূ ললিতা রায় এবং নাতি সৌরদীপ রায়ের সঙ্গে একটি বিরল ছবি পাওয়া গিয়েছে ফেসবুক সূত্রে। ফ্যামিলি ফোটোর কৃতিত্ব: প্রখ্যাত আলোকচিত্রকর নিমাই ঘোষ।
যেখানে ছোট্ট সৌরদীপকে কোলে নিয়ে দাঁড়িয়ে সন্দীপ। আর আজ সেই খুদেও নিজের সংসার শুরু করে ফেলেছেন।