অন্য এক দর্শক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। সেখান থেকে জানা যায় রায়হান রাফি পরিচালিত শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম অভিনীত এই ছবিটি দেখতে গিয়েছিলেন সেই বৃদ্ধ। তিনি গ্রাম থেকে ছেলের কাছে গিয়েছিলেন ঢাকায়। কিন্তু অভিযোগ, ঢাকার ওই হলে ঢুকে টিকিট কাটার সময়ে তাঁকে বলা হয় লুঙ্গি পরা থাকলে হলে ঢুকতে দেওয়া হবে না। তার পর তিনি হাসিমুখেই বাড়ি ফিরে যান। ভিডিওতে দেখা যায়, হাফ হাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন সেই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: ২২ শে শ্রাবণের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি লন্ডন থেকে দেশে ফিরলেন ডোনা
বৃদ্ধর ছেলে সেই ঘটনাটি জানান এক সংবাদমাধ্যমকে। তা ছাড়া সেই দর্শকের ভিডিওটিও ভাইরাল হয়। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সেই সিনেমা হলে কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি পোস্ট করা হয় ফেসবুজে৷ যেখানে লেখা, 'আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সঙ্গে কোনও কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনও নিয়ম নেই, যা এক জন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কাটার অধিকার থেকে বঞ্চিত করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সব সময় স্বাগত।'
ছবির নায়ক শরীফুল রাজ অর্থাৎ পরীমণির স্বামী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে দুঃখপ্রদ করেন এবং বৃদ্ধর সঙ্গে যোগাযোগ করতে চান। তাঁর লেখায়, 'এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সঙ্গে আমার টিম নিয়ে বসে 'পরাণ' দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ।'
আরও পড়ুন: বন্ধ হচ্ছে 'খড়কুটো'? গুনগুন-সৌজন্য়র অধ্য়ায়ে ইতি! মুখ খুললেন তৃণা সাহা
নায়িকা বিদ্যা লেখেন, 'এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সঙ্গে বসে 'পরাণ' দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দিন প্লিজ। আমরা তাঁর সঙ্গে সিনেমা দেখব।'
দুঃখপ্রকাশ করেছেন ছবির পরিচালকও। ফেসবুকে তিনি লেখেন, 'আমরা সেই বাবাকে খুঁজছি। তাঁর সঙ্গেই আমরা সিনেমাটি দেখব। তিনি অবশ্যই লুঙ্গি পরে সিনেমাটি দেখবেন। দেশের বেশির ভাগ মানুষই লুঙ্গি পরে। এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত পোশাক।'