Khorkuto-Trina: বন্ধ হচ্ছে 'খড়কুটো'? গুনগুন-সৌজন্য়র অধ্য়ায়ে ইতি! মুখ খুললেন তৃণা সাহা

Last Updated:

ধারাবাহিকে অধ্যাপকের সঙ্গে পটকার মেয়ে সাজির বিয়ের আয়োজন চলছে। সেই আনন্দের পাশাপাশি দুঃখের আবহ। গুনগুন অসুস্থ!

#কলকাতা: ভরা করোনার আতঙ্কেই মানুষের ঘরে ঘরে পৌঁছেছিলেন গুনগুন আর সৌজন্য। তাঁদের প্রেম, খুনসুটি দেখে অতিমারির আতঙ্ক খানিক ভুলেছিল বাংলার দর্শক। একটানা ধারাবাহিকের টিআরপি যুদ্ধে জয়ী হত 'খড়কুটো'। কিন্তু বছর দুয়েক পরে পরে চিত্র খানিক উল্টে গিয়েছে। এখন আর লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক নিয়ে মাতামাতি নেই দর্শকদের মধ্যে। টিআরপি তলানিতে।
জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হবে এই ধারাবাহিক। সম্ভবত চলতি মাসেই। অনেকের ধারণা ছিল, আজ অর্থাৎ ৫ অগাস্ট, শুক্রবার এই খুড়কুটোর শেষ পর্ব সম্প্রচারিত হবে। কিন্তু সেই গুঞ্জনে জল ঢাললেন গুনগুন।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে তৃণা বললেন, ''কত দিন ধরে তো শুনে যাচ্ছি, 'খড়কুটো' শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো হচ্ছে না। এখনও চলছে। এখন ও কিছু অল্প সংখ্যক দর্শক আছে, যাঁরা আমাদের ভালবাসেন, যাঁরা ধারাবাহিক দেখছেন। তা ছাড়া গতকালও কত ক্ষণ শ্যুট করে এলাম 'খড়কুটো'। তাই এখনই মেগা বন্ধ হওয়া নিয়ে কোনও খবর আমার কাছে সত্যি নেই।''
advertisement
ধারাবাহিকে অধ্যাপকের সঙ্গে পটকার মেয়ে সাজির বিয়ের আয়োজন চলছে। সেই আনন্দের পাশাপাশি দুঃখের আবহ। গুনগুন অসুস্থ! মস্তিষ্কে টিউমার নিয়েও শ্বশুরবাড়ির সবাইকে আনন্দে রাখার চেষ্টা করে চলেছে সে। কিন্তু সৌজন্য ক্রমাগত তাঁর স্ত্রীর এই জটিল রোগের কথা মেনে নিতে পারছে না। গুনগুনকে ছাড়া যে থাকতে পারবে না সে! তবে কি 'হ্যাপি এন্ডিং' হবে না এই ধারাবাহিকের? গুনগুন ভাল হয়ে উঠবে নাকি তার মৃত্যু দিয়েই এই ধারাবাহিক শেষ হয়ে যাবে?
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khorkuto-Trina: বন্ধ হচ্ছে 'খড়কুটো'? গুনগুন-সৌজন্য়র অধ্য়ায়ে ইতি! মুখ খুললেন তৃণা সাহা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement