রবির টানে : ২২ শে শ্রাবণের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি লন্ডন থেকে দেশে ফিরলেন ডোনা

Last Updated:

বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের  সঙ্গে দীক্ষামঞ্জরী-এর ছাত্র-ছাত্রীরা , রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা দক্ষিণায়ন ইউকে-এর প্রাণপুরুষ ডাঃ আনন্দ গুপ্ত নিবেদন করবেন এই নৃত্য-গীতি আলেখ্য।

Dona Ganguly returns Kolkata to participate in 22 Sharbon anusthan
Dona Ganguly returns Kolkata to participate in 22 Sharbon anusthan
#কলকাতা: রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে দেশে ফিরলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও  ডাঃ আনন্দ গুপ্ত, ।কলকাতায় হল মহড়া ।  ‘“মৃত্যু আঘাত লাগে প্রাণে", রবীন্দ্রনাথের ৮১ তম প্রয়াণ বার্ষিকীতে রবীন্দ্র কিশোর সরকার নিবেদন করছেন এক নৃত্য-গীতি আলেখ্য " দ্যা প্যাঙ্গস অফ পেইন"। আগামী ২২ শ্রাবণ( ৮ অগাস্ট), নিউ দিল্লির এলটিজি হল-এ, সন্ধ্যা ৭টা থেকে।
রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু এসেছে বার,বার। সেই ছেলেবেলা থেকেই মৃত্যুর সাথে তাঁর পরিচয়। জীবনস্মৃতি লিখতে গিয়ে বর্ণনা করেছেন মা এর মৃত্যুর সেই শেষযাত্রার মুহূর্ত গুলো। পরে প্রিয় বৌঠানের চলে যাওয়া, একে, একে সন্তানদের মৃত্যু, কাছের সতীর্থদের প্রয়াণ কবির লেখনীকে আরো পরিণত করেছে। গানে ধরা দেয় গভীর জীবনবোধের অভিব্যক্তি। সেই গান নানা ভাবে আমাদের জীবনে উত্তরণের পথ দেখায়। মন খারাপের দিনে মনে বল যোগায়। এই সন্ধ্যা শ্রাবণের ধারার সাথে মিশে সেই সব ব্যাথা গুলোকে রসে সিক্ত করবে, মনকে নিয়ে যাবে এক অজানালোকে।
advertisement
Dona Ganguly returns Kolkata to participate in 22 Sharbon anusthan Dona Ganguly returns Kolkata to participate in 22 Sharbon anusthan
advertisement
বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের  সঙ্গে দীক্ষামঞ্জরী-এর ছাত্র-ছাত্রীরা , রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা দক্ষিণায়ন ইউকে-এর প্রাণপুরুষ ডাঃ আনন্দ গুপ্ত নিবেদন করবেন এই নৃত্য-গীতি আলেখ্য।করোনার তৃতীয় ঢেউ সামলে কলকাতায় এবং শান্তিনিকেতনে ডাঃ আনন্দ গুপ্ত, ডোনা গাঙ্গুলির যৌথ প্রচেষ্টায় নিবেদিত হয়েছিল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য মায়ার খেলা। এবার লন্ডন থেকে দেশে পাড়ি জমাবেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে।
advertisement
ডোনা গঙ্গোপাধ্যায়ের মতে," এমন একটা দিন যা আপামর বাঙালির কাছে একটা মন ভার করে। উনি মৃত্যুকে অনেক কাছ থেকে বারে,বারে দেখেছেন।করোনা কালে আমরাও অনেক  প্রিয়জনকে হারিয়েছি।উনি যে মনের জোর এর পরিচয় দিয়েছেন সেই সব কঠিন মুহূর্তে, এখন আমরা তাঁর থেকে অনুপ্রাণিত হচ্ছি।কঠিন সময়কে লড়ার শক্তি পাচ্ছি। "
advertisement
ডাঃ আনন্দ গুপ্ত বলেন," আসলে মৃত্যুই জীবনের অন্যতম বড় সত্যি। এটাকে সহজে মেনে নেওয়ার জন্য যে জীবন বোধ প্রয়োজন তা ওঁর গানে পাওয়া যায়।সেই জীবনীশক্তিকেই আমরা উদযাপন করব।" কলকাতায় হয়ে গেল রিহার্সাল। উপস্থিত ছিলেন ডোনা গঈ্গোপাধ্যায় ও  ডাঃ আনন্দ গুপ্ত সহ সব নৃত্যশিল্পীরা।
advertisement
Manash Basak
বাংলা খবর/ খবর/বিনোদন/
রবির টানে : ২২ শে শ্রাবণের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি লন্ডন থেকে দেশে ফিরলেন ডোনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement