India's medal in Commonwealth Games 2022: তৈরি ইতিহাস, প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা, লং জাম্পে এল রুপো

Last Updated:

এর আগে মনপ্রীত কউর এবং সকিনা খাতুন মহিলা লাইটওয়েট ফাইনালে চতুর্থ ও পঞ্চম হন৷ 

Commonwealth Games 2022
Commonwealth Games 2022
#বার্মিংহ্যাম: ভারতের সুধীর কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে পুরুষ হেভিওয়েট ফাইনালে নতুন রেকর্ডের সঙ্গে সোনার মেডেল জেতেন৷ এরই সঙ্গে ইতিহাস তৈরি করে ফেলেন তিনি৷ সুধীর কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার ্লিযাফটিং ইভেন্টে সোনার মেডেল জয়ী প্রথম অ্যাথলিট হলেন৷ অন্যদিকে লংজাম্পেও ইতিহাস তৈরি করলেন আরও এক ভারতীয় অ্যাথলিট৷ শ্রীশঙ্কর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে এই ইভেন্ট থেকে পদক আনলেন৷ এর আগে ১৯৭৮ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন সুরেশ বাবু৷ তবে রুপো এই প্রথমবার পেলেন ভারতীয় অ্যাথলিটরা৷
এদিকে সুধীর এদিন নিজের দ্বিতীয় চেষ্টায় ২১২ কেজি ওজন উঠিয়ে ১৩৪.৫ পয়েন্টের সঙ্গে গোল্ড মেডেল জেতেন৷ যদিও সুধীর নিজের শেষ চেষ্টায় ২১৭ কেজি ওঠাতে পারেননি৷ নাইজেরিয়ার ইকেচুকবু ক্রিস্টিয়ন উবিচুকবু ১৩৩.৬ পয়েন্ট রুপো পান, স্কটল্যান্ডের মিকি ইয়ুলে ১৩০.০৯ পয়েন্টের সঙ্গে ব্রোঞ্জ জেতেন৷ ক্রিস্টিয়ান ১৯৭ কেজি ও য়ুে ১৯২ কেজি তোলেন৷
advertisement
advertisement
পাওয়ার লিফটিংয়ের ভার ওঠাতে শরীরের ওজন এবং পদ্ধতি অনুসারে পয়েন্ট পাওয়া যায়৷ সমান ওজন ওঠানোর ওপর শারীরিক রপে কম ওজনের প্লেয়াররা দ্বিতীয়জন বেশি পয়েন্ট পান৷
এর আগে মনপ্রীত কউর এবং সকিনা খাতুন মহিলা লাইটওয়েট ফাইনালে চতুর্থ ও পঞ্চম হন৷
এদিকে ভারতের লং জাম্পার কমনওয়েলথ গেমসে রুপো জিতে ইতিহাস তৈরি করলেন ৷ অন্যদিকে মহম্মদ অনস যাহিয়া পদক পাননি৷ শ্রীশঙ্কর ৮.০৮ মিটার দূরে লম্বা লাফান৷
advertisement
সোনা জয়ী প্রতিদ্বন্দ্বীও এটাই লাফিয়েছিলেন , কিন্তু দ্বিতীয় চেষ্টায় ভারতীয় অ্যাথলিট শ্রী শঙ্কর ৭.৯৮ মিটার লাফান৷ শ্রী শঙ্করের লাফানোর সময় হাওয়ার গি প্লাস ১.৫ মিটার প্রতি সেকেন্ড এবং  নের্নের সময়ে মাইনাস ০.১ মিটার প্রতি সেকেন্ড ছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
India's medal in Commonwealth Games 2022: তৈরি ইতিহাস, প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা, লং জাম্পে এল রুপো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement