পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শেয়ার করেছেন, সারা এখন একজন আন্তর্জাতিক মডেল। সে কারণে আনন্দে উল্লসিত ও গর্বিত সৃজিত প্রশংসায় ফেটে পড়েছেন সারার। ফরাসি ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিয়ান ডিওর-এর মডেল হিসেবে আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছেন সারা সেনগুপ্ত। সম্প্রতি ইন্ডিয়া গেটের সামনে ফরাসি এই ফ্যাশন ডিজাইনারের শো ছিল, সেখানে র্যাম্পে হেঁটে মুগ্ধ করেছেন সারা। জানা গিয়েছে, ওই শো-তে প্রথমবার র্যাম্পে হেঁটেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের মেয়েও।
advertisement
আরও পড়ুন: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!
চোখেমুখে আত্মবিশ্বাসে ভরপুর সারার র্যাম্পওয়াক দেখে অবাক ও গর্বিত সৃজিত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার ছোট্ট উমা। ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে সে। বিশ্বের শত শত মডেল যার জন্য অপেক্ষায় থাকে, সেখানে আমাদের উমা। আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটল র্যাম্পে। আমি গর্বিত, গর্বিত গর্বিত!'
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
সারা নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর মডেল হয়ে ওঠার যাত্রার অংশ। সেখানে বাবা যিশু সেনগুপ্ত লিখেছেন, 'গর্বিত বললে কম বলা হবে'। স্বাভাবিক ভাবেই অভিনেতা বাবা যিশু সেনগুপ্ত ও মা নীলাঞ্জনা যে মেয়ের সাফল্যে খুবই উচ্ছ্বসিত তা বোঝাই যাচ্ছে। সেই সঙ্গে অভিনয় জগতে আরও এক ধাপ এগনোর জন্যও যে তৈরি হয়ে গিয়েছে ছোট্ট 'উমা' তার ঈঙ্গিত মিলেছে।