এই ছবিতে সারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ধনুশ ও অক্ষয়কুমারকে। সারার নায়ক অক্ষয় (Akshay kumar) না ধনুশ (Dhanush)তা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে তা জানতে হলে করতে হবে আর কয়েকটা দিন অপেক্ষা। এই ছবির একটি গান 'চকাচক' ইতি মধ্যেই শোর গোল তৈরি করেছে নেট দুনিয়ায়। সারা আলি খানকে দেখা যাচ্ছে শাড়ি পরে এই গানে কোমর দোলাতে।
advertisement
দারুণ হট সারা এই গানে। এখন চলছে প্রোমোশনের কাজ। ছবির প্রোমোশনে এদিক ওদিক যেতে হচ্ছে তাঁকে। বেশ অনেকদিন পর এই ছবিতে মিউজিক করেছেন এ আর রহমান। এই ছবি প্রোমোশনের জন্যই রিয়েলিটি শোতেও পৌঁছে গিয়েছেন সারা। সেখানে গিয়ে মাধুরী দিক্ষিতের সঙ্গে এই গানে নেচে মাত করলেন তাঁরা (Sara-Madhuri)।
মাধুরী বলিউডের নাচের কুইন। তাঁর লটকে ঝটকেতে এখনও মেতে গোটা সিনেমা জগত। বলা হয় মাধুরীর জায়গা কেউ নিতে পারবেন না। সত্যিই তাই। সারা নতুন প্রজন্মের অভিনেত্রী। বয়সে মাধুরীর সন্তানের সমান। সারার সঙ্গে নাচতে গিয়ে দারুণ মজা পেলেন মাধুরীও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারা আলি খান ও মাধুরী দিক্ষিত(Sara-Madhuri)।
আরও পড়ুন: জলে ডুবে শরীরচর্চা মালাইকা-অর্জুনের ! সুইমিংপুলে প্রেমে ভাসলেন এই জুটি ! রইল ভিডিও
সারা আলি খান এখন ছবির প্রোমোশনে ব্যস্ত। 'আতরঙ্গি রে' তে কাজ করা নিয়ে প্রথম থেকেই বেশ উত্তেজিত ছিলেন তিনি(Sara-Madhuri)। ধনুশ এবং অক্ষয় কুমার দু'জনেই ভাল অভিনেতা। তাঁদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সারা খুব খুশি। তিনি একটি ইনস্টারভিউতে জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করছেন তিনি এটা বিশ্বাস করতেই নাকি তাঁর অনেকটা সময় লেগেছিল।
