প্রশ্ন শুনেই সারার জবাব, “আমি এটা বলতে পারি না যে, বিষয়টা খুবই সহজ। কারণ বিষয়টা একটু বেশিই তুচ্ছ বলে মনে হয়। এটা সব সময় সহজ হয় না। যখন কারও সঙ্গে মেলামেশা করি, তখন আমি তাঁর সঙ্গে পুরোপুরি মিশে যাই। এমনকী তাঁর বন্ধুবান্ধব, পেশা এবং ভালবাসাগুলোর সঙ্গেও। এটা এমন নয় যে, ‘ওহ হ্যাঁ, এটা আসলে কোনও ব্যাপার নয়, আজ যা-ই হোক, কাল যা-ই হোক না কেন’। এটি সেটার মতো না… এটি খুবই প্রভাবিত করে। তবে শেষ পর্যন্ত আমাদের এটা কাটিয়ে উঠতে হবে।”
advertisement
আরও পড়ুন: আহত বাঘ অজয় দেবগণ, সঙ্গে বন্দুক হাতে করিনা! ‘সিংহম এগেইন’-এর ফার্স্ট লুকে দারুণ চমক
সারার বক্তব্য ভাইরাল হতেই প্রতিক্রিয়া দেন কার্তিক। ফিল্ম কম্পানিয়ন-এর অনুপমা চোপড়ার সঙ্গে এক আলাপচারিতায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “করণের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বারবার টপিক হচ্ছেন আপনি। এতে কি কোনও প্রভাব পড়ছে কিংবা এটা তাঁর কঠোর পরিশ্রমকে তুচ্ছ করে দিচ্ছে কি? এর উত্তরে কার্তিক বলেন, “একটা বিষয় আমার মনে হয় – সম্পর্ক যদি দু’টো মানুষের হয়, তাহলে দ্বিতীয় মানুষটিরও সেই কথা বলা উচিত নয়। আমাদের সকলেরই নিজেদের সম্পর্ককে সম্মান করা উচিত।”
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ভূমি পেডনেকর! আট দিন ধরে চলছে লড়াই, কী হল অভিনেত্রীর
অভিনেতা আরও বলে চলেন যে, নিজের সম্পর্কের বিষয় কখনওই কোনও কথা বলেননি তিনি। তাঁর সংযোজন, “আমি আমার সঙ্গীর থেকেও সেই একই বিষয়ের আশা করি। আর আমার সম্পর্ক নিয়ে কথা বলা অন্য কারও জন্যও ভাল নয়। সম্পর্কটা না চললেও…. কিন্তু যখন অন্য কারও সঙ্গে থাকছেন, তখন বিষয়টা সেভাবে কল্পনা করা উচিত নয়। আমার মনে হয়, আমাদের উচিত সেই সময় এবং সেই মুহূর্তটাকে উপভোগ করা। আমার মনে হয় আমাদের নিজেদের প্রতিও শ্রদ্ধা বজায় রাখা উচিত। যখন তুমি কারও সঙ্গে থাকো, তখন তোমার এই বিষয়টা এমনভাবে কল্পনা করা উচিত নয়। আর এটাও কল্পনা করা উচিত নয় যে, বিষয়টা শেষ হয়ে যাবে। যখন তুমি এই বিষয়ে কথা বল, তখন কিন্তু অন্য মানুষটা যে শুধু একজনের কথাই ভাববে, এমনটা নয়। তারা কিন্তু উভয়ের বিষয়েই ভাববে।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F