TRENDING:

KK Death: ‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই,আপনি কাজে যাবেন না’...কেকে-এর মৃত্যুতে স্মৃতিবিহ্বল অভিষেকের স্ত্রী সংযুক্তা

Last Updated:

KK Death:কেকে-এর স্ত্রী জ্যোতির সঙ্গে আজ বিশেষ সমব্যথী অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ ফেসবুকে পোস্ট করেছেন মর্মস্পর্শী এক পোস্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কাজ করতে করতেই সকলকে হতবাক করে চলে গেলেন কেকে৷ ঠিক এভাবেই চলে গিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ও৷ বিনোদন জগতের দুই কৃতীর মৃত্যু কোথায় যেন এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন তাঁদের জীবনসঙ্গীর শোক৷ কেকে-এর স্ত্রী জ্যোতির সঙ্গে আজ বিশেষ সমব্যথী অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ ফেসবুকে পোস্ট করেছেন মর্মস্পর্শী এক পোস্ট৷
Abhishek Chatterjee & KK
Abhishek Chatterjee & KK
advertisement

সংযুক্তা লিখেছেন অতিরিক্ত কাজের চাপের কথা৷ কেকে-এর অকালমৃত্যু ছিন্নভিন্ন করে দিল আরও একটি শোকস্তব্ধ পরিবারকে-ে কথা ভাবলেই মন ভারী হয়ে যাচ্ছে সংযুক্তার৷ তাঁর প্রার্থনা, এই দুঃসময়ে মুহ্যমান ওই পরিবার যেন যথেষ্ট শক্তির অবলম্বন পায়, যাতে এই অপূরণীয় ক্ষতি তাঁরা সামলে উঠতে পারেন৷ সংযুক্তার স্মৃতি এখনও আচ্ছন্ন হয়ে আছে অভিষেককে ঘিরে৷ তিনি ফিরে গিয়েছেন অভিষেকের সঙ্গে কাটানো শেষ রাতে৷

advertisement

সংযুক্তা লিখেছেন, ‘‘আপনারা জানেন, অভির একটা পুরনো অভ্যাস ছিল৷ রাতে শোওয়ার আগে ও ঠোঁটে বোরোলিন লাগাত৷ এমনকি, সে রাতেও পুরনো অভ্যাসমতো ঠোঁটে বোরোলিন মেখেছিল৷ তার পর আঙুলে লেগে থাকা বাকি ক্রিমটুকু অভ্যাসমতোই ঘষে দিয়েছিল আমার হাতে৷ তখন আর কে জানত সেগুলো আসলে ওর সঙ্গে কাটানো আমার শেষ কিছু মুহূর্ত৷’’

আরও পড়ুন :  কেকে-এর সঙ্গে প্রথম বার গভীর রাতে পরোটা খাওয়ার দিনে ফিরলেন শান্তনু মৈত্র

advertisement

আরও পড়ুন : ‘এ তুমি কেমন তুমি KK-এর গানকে হিংসে কর’, তাঁর গানের প্যারোডিতেই বিঁধলেন ভাস্বর

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

জীবন কত অননুমেয়, সে কথা কেকে-এর আকস্মিক প্রয়াণে আরও এক বার অনুভব করলেন সংযুক্তা৷ তবে জীবনের এই চরম দুর্বিষহ মুহূর্তও তাঁকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছে৷ কী কী শিখলেন তিনি এই কঠিন মুহূর্ত থেকে? সেগুলিও একে একে লিখেছেন তিনি৷ লিখেছেন তিনি শিখেছেন কাজের চাপ যাতে নিজেকে গ্রাস করে নিতে পারে, সেদিকে দেখতে হবে৷ পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে৷ সবার শেষে সবথেকে গুরুত্বপূর্ণ কথা সংযুক্তার৷ লিখেছেন ‘‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই৷ আপনি কাজে যাবেন না৷ ব্যস!’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Death: ‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই,আপনি কাজে যাবেন না’...কেকে-এর মৃত্যুতে স্মৃতিবিহ্বল অভিষেকের স্ত্রী সংযুক্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল