নিজের ছবিতে সঙ্গীত নির্দেশনা সঞ্জয় আগেই করেছেন। এ বার প্রকাশিত হল তাঁর গজলের অ্যালবাম। নাম 'সুকুন'। এই অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরকে।
এই অ্যালবামটিতে মোট ন'টি গান রয়েছে। 'সুকুন'-এর মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছেও পৌছে যেতে চাইছেন তিনি। উস্তাদ রাশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘেল এবং মধুবন্তী বাগচীর মতো শিল্পীরা গান করেছেন।
advertisement
আরও পড়ুন: গোঁয়ার্তুমি করে মেয়েকে ‘ডিপ কোমায়’ পাঠাল! চিকিৎসককে নিয়ে বিস্ফোরক ঐন্দ্রিলার মা
আরও পড়ুন: কেমন আছে ঐন্দ্রিলার দুই পোষ্য বোজো-তোজো? জানালেন প্রয়াত নায়িকার মা
সঞ্জয়ের সঙ্গে কেরিয়ারের শুরু থেকে কাজ করেছেন শ্রেয়া। বাঙালি গায়িকার কথায়, "যখন আমার ১৬ বছর বয়স, তখন থেকে আমি সঞ্জয় লীলা বনসালি স্যারের সঙ্গে কাজ করছি। উনি সব সময় আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য আমি কৃতজ্ঞ।"