বছর খানেক আগে কলেজের পড়ুয়াদের মাদকের কুপ্রভাব সম্পর্কে বলতে গিয়ে নিজের জীবনের একটি ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করেন তিনি।
আরও পড়ুন: ২৫ বছর পরেও মাধুরীর নাচে 'দিল তো পাগল হ্যায়', দেখুন ভিডিও
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
advertisement
চ্যাট শো-তে এসে সঞ্জয় বলেন, ''মাদক অত্যন্ত অপ্রয়োজনীয় একটি জিনিস। একদিন আমি ভয়ঙ্কর নেশা করে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভেঙেছে তখন সকাল ৭-৮টা বাজে। প্রচণ্ড ঘুম পেয়েছিল। আমার পরিচারককে খেতে দিতে বলি। আমাকে দেখেই কেঁদে উঠেছে পরিচারক। অনেত বছর ধরে কাজ করত আমার বাড়িতে। আমি ওর কান্না দেখে অবাক! কারণ জিজ্ঞাসা করতে সে বলে, 'দুই দিন বাদে তুই খাবার চাইছিস!' আমি বললাম, 'দু'দিন কই? কাল রাতেই তো ঘুমোতে এলাম!' সে জানায়, আমি জানিও না যে টানা দু'দিন ঘুমিয়েছি আমি। নেশার ঘোরে।' সে দিনই সিদ্ধান্ত নিই, আর নেশা করব না। এর থেকে জীবনের নেশা অনেক ভাল।''
মাসখানেক আগে তাঁর ছবি 'শামসেরা' মুক্তি পেয়েছে। করণ মালহোত্রা পরিচালিত ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং বাণী কাপুর। তাঁর পরবর্তী ছবি মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। বিনয় গান্ধি পরিচালিত 'গুড়চাড়ি'-তে সঞ্জয় ছাড়াও দেখা যাবে বলি তারকা রবিনা টন্ডন এবং হিন্দি টেলিভিশনের তারকা পার্থ সামথান এবং খুশালি কুমারকেও।