সঞ্জয় দত্তের আহত হওয়ার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এবং সে কথা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন মুন্নাভাই। বেঙ্গালুরুর পার্শ্ববর্তী অঞ্চলে চলছিল ছবির শ্যুটিং। এবং খবরে শোনা গিয়েছিল শ্যুটিং চলাকালীন আচমকা বিস্ফোরণে আহত হয়েছেন অভিনেতা। এবং তার হাতে, কনুইয়ে এবং মুখে চোখ লাগার খবর শুনেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল । অসুস্থ হয়ে পড়তেই ছবির শ্যুটিং নাকি বন্ধ করা রাখা হয়েছিল। তারপর শক্ত হাতে হাল ধরেন সঞ্জয় দত্ত।
advertisement
আরও পড়ুন-বলিউডে পা রাখার আগেই নামী প্রসাধনী সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
আরও পড়ুন-সলমনের বুলেট প্রুফ গাড়ির নম্বর প্লেটের মধ্য়েই লুকিয়ে রয়েছে এই সিক্রেট, চমকেই চোখ কপালে ভক্তদের
নিজের ট্যুইটারে সঞ্জয় দত্ত লেখেন, 'আমি আহত হয়েছি, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে আমি সকলকে আশ্বস্ত করে বলছি, এই খবর পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনও কিছুই হয়নি। আমি পুরোপুরি সুস্থ রয়েছি। ভগবানের আশীর্বাদে একদম ভাল রয়েছি। শুধু তাই নয়, কেডি-র শ্যুটিংয়ের সেটে বাড়তি সতর্কতাও রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমার প্রতিটা দৃশ্য শ্যুট করার সময় টিমের সকলেই অনেক বেশি সতর্ক থাকে। সুতরাং আর কোনও চিন্তা নেই। তবে যারা আমার শরীর ও স্বাস্থ্যের খোঁজ নিলেন, তাদের সকলকে ধন্যবাদ'। ঝড়ের গতিতে সঞ্জয়ের এই ট্যুইট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কেডি ছবির মাধ্য়মেই সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। এই ছবি কন্নড় ভাষা ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। এই ছবির জন্যই অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করছিলেন সঞ্জয দত্ত এবং ফাইটমাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলেছে শ্যুটিং। এবং সেই শ্যুটিং সেটেই বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে, তারপর থেকে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আপতত সঞ্জয়ের মুখ থেকে খবর শুনে সকলেই খুশি।