মুখে প্যাক লাগিয়ে মজার ছলেই একটা ভিডিও বানান স্যান্ডি। সেই ভিডিওতেই তিনি প্রথম বলেন ‘কাদা কাদা’ বলেন। আর যখন কথাটা খুব জনপ্রিয় হয়ে ওঠে, তারই সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন তিনিও। তারপর নানা সময় নানারকম সাজ সেজে বিভিন্ন জায়গায় গিয়ে ফেসবুক লাইভ থেকে শুরু করে নানা রকম ভিডিও বানানো শুরু করেন তিনি।
advertisement
আরও পড়ুন: ‘প্রেমে পড়া বারণ’ দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার ‘কবি স্কোয়ার’
ধীরে ধীরে হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তারপর তাঁকে ‘বিবাহ অভিযান’-সহ বেশ কিছু বাংলা সিনেমা ও ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। শুধু তাই নয় তিনি পাঁচ বছর আগে গিয়েছিলেন ‘রোডিস’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে। আর এবার স্যান্ডির মুকুটে নতুন পালক। এবার তাঁকে দেখা যাবে ‘রোডিস’-এর সঞ্চালকের ভূমিকা।
আরও পড়ুন: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
ইতিমধ্যেই শো-এর একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্যান্ডি। ঘাসের তৈরি স্যুট পরে সেখানে দেখা গিয়েছে তাঁকে। ৩ জুন থেকে নিয়মিত দেখা যাবে স্যান্ডির সঞ্চালিত অনুষ্ঠান।