TRENDING:

বিতর্কের মুখে ইউটিউব থেকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর ভিডিও মুছলেন সময় রায়না! চ্যানেল থেকে উপার্জিত টাকার এবার কী হবে?

Last Updated:

You Tube: কিন্তু সাম্প্রতিক এপিসোডের জেরে সময় রায়না নিজের ইউটিউব চ্যানেলে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিও মুছে ফেলতে বাধ্য হয়েছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি সপ্তাহ জুড়ে বিতর্কিত নানা কারণে চর্চার শিরোনামে উঠে এসেছেন সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়া। বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব এবং তারকাদের সাক্ষাৎকার করেই খ্যাতির শিখরে পৌঁছে যান এই দুই ইউটিউবারই। কিন্তু সাম্প্রতিক এপিসোডের জেরে সময় রায়না নিজের ইউটিউব চ্যানেলে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিও মুছে ফেলতে বাধ্য হয়েছেন।
বিতর্কের মুখে ইউটিউব থেকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর ভিডিও মুছলেন সময় রায়না! চ্যানেল থেকে উপার্জিত টাকার এবার কী হবে?
বিতর্কের মুখে ইউটিউব থেকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর ভিডিও মুছলেন সময় রায়না! চ্যানেল থেকে উপার্জিত টাকার এবার কী হবে?
advertisement

আরও পড়ুন- ভারতের কোন রাজ্যে ‘সবচেয়ে বেশি’ মহিলা মদ্যপান করেন? শুনলেই চমকাবেন…! গ্যারান্টি

আরও পড়ুন- বিয়ের আসরে খেতে বসেছিলেন অতিথিরা, এসে গেল বিরাট ‘বাক্স’! খাবারের বদলে যা বেরল…! দেখে চোখ কপালে সবার

এমনকী সময় রায়না নিশ্চিত ভাবে এ-ও জানিয়েছেন, যা সমস্ত কিছু ঘটছে, তা আমার পক্ষে সামলানো খুবই বেশি হয়ে যাচ্ছে। তিনি ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিও চ্যানেল থেকে মুছে ফেলেছেন। রায়নার দাবি, মানুষকে হাসানোই তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল। আর তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে তিনি পুরোপুরি ভাবে সহযোগিতা করবেন।

advertisement

আরও পড়ুন- যখন তখন ‘বাতকর্ম’ করে ফেলেন? পেটে চাপ আসে গুরগুর করে…? এই ‘ছোট্ট’ জিনিসে চিরতরে মুক্তি!

আরও পড়ুন- চল্লিশেও দেখাবে ‘২৫’! পুতুল-পুতুল ত্বকের জেল্লা ধরে রাখতে চান? এই ‘জাপানি সিক্রেট’ শুনুন…!

মুক্তি পেতে চাইছেন কি?

নিজের ইউটিউব থেকে সমস্ত ভিডিও-ই তো মুছে ফেলেছেন সময় রায়না। তাহলে প্রশ্ন উঠছে যে, তাঁর চ্যানেলের এপিসোডগুলির এখন কী হবে? আর এই কন্টেন্ট ভিউয়ের কারণে তিনি যে পরিমাণ টাকা তিনি পেয়েছিলেন, তারই বা কী হবে?

advertisement

নিজে থেকে ভিডিও ডিলিট করার ক্ষেত্রে কী নীতি রয়েছে, তা স্পষ্ট করেনি ইউটিউব। কিন্তু আমরা উত্তর খুঁজতে গিয়ে কিছু বিষয় জানতে পেরেছি। ইউটিউবের বক্তব্য, যদি কেউ নিজের ভিডিও ডিলিট করেন, যেটা রায়না করেছেন নিজের ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর প্লেলিস্টের সঙ্গে, সেগুলি তাঁর চ্যানেলে আর দেখা যাবে না। এটা একেবারে স্পষ্ট।

নির্দিষ্ট প্লেলিস্ট রিমুভ করার মাধ্যমে রায়না এটা নিশ্চিত করেছেন যে, চ্যানেলের সর্বোপরি দৃশ্যমানতা এতে প্রভাবিত হবে না। কিন্তু দর্শকরা প্ল্যাটফর্মে সার্চ করলেও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ ভিডিও দেখতে পাবেন না। তিনি যদি চ্যানেল থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দেন, তাহলে সেটা ইউটিউবে তাঁর ভিসিবিলিটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত।

advertisement

টাকার বিষয়টাও প্রশ্নচিহ্নের মুখে:

সময় রায়নার চ্যানেল এবং ডিলিট করা ভিডিও নিয়ে তো জানা গেল। এরপর আসা যাক পরবর্তী বড় টপিকে। আর সেটা হল, লক্ষ লক্ষ ভিউ থেকে রোজগার হওয়া টাকার কী হবে?

সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, যে টাকা ইতিমধ্যেই আয় করা হয়েছে, তা সংশ্লিষ্ট ইউটিউবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেটা অন্য কোথাও যাবে না। এমনকী লিঙ্কড ভিডিও ডিলিট করা হলেও সেটা হবে না। যদিও ডিলিটেড ভিডিও থেকে ভবিষ্যতে আর টাকা আয় হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার নিশ্চয়ই বোঝা গেল যে, সময় রায়না বুদ্ধি করে গোটা চ্যানেল থেকে ডিলিট না করে নির্দিষ্ট প্লেলিস্ট থেকে ভিডিও ডিলিট করেছেন। যদি সেটা না করতেন, তাহলে এর ফল হতে পারত চরম খারাপ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিতর্কের মুখে ইউটিউব থেকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর ভিডিও মুছলেন সময় রায়না! চ্যানেল থেকে উপার্জিত টাকার এবার কী হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল