সামান্থার অসুস্থতা নিয়ে নানা ভুয়ো খবর অনুরাগীদের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে তোলে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। নিজের স্বাস্থ্য নিয়ে যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে একটি বিবৃতি জারি করেছেন 'ফ্যামিলি ম্যান'-এর রাজি।
সামান্থা বলেন, "ভালো, খারাপ, দু'রকম সময়ই দেখেছি। সে কথা আগেও বলেছি। কিছু কিছু দিন বিছানা থেকে ওঠাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। আবার বাকি দিনগুলিতে লড়াই করার সাহস পাই। আমার জীবনে লড়তে চাওয়ার দিনগুলির সংখ্যাই বাড়ছে। জানিয়ে দিতে চাই, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হচ্ছে না। বেশ কিছু আর্টিকেল চোখে পড়ল যেখানে দাবি করা হয়েছে, আমার প্রাণহানির ঝুঁকি আছে। কিন্তু আসলে বিষয়টি মোটেই তেমন নয়।'
advertisement
আরও পড়ুন : রণবীর-আলিয়ার বিলাসবহুল বাড়ি 'বাস্তু'! দাম ৩৫কোটি, ঢুঁ মেরে দেখুন অন্দরমহলে
আরও পড়ুন: আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত 'দাদু' করণ! পরের ছবির কাস্টিং রেডি, ঠাট্টা নেটিজেনের
অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী। তাঁর কথায়, "আমি সব সময় লড়াকু মনোভাব নিয়ে থেকেছি। এ বারও লড়ে যাব।"
মায়োসাইটিস নামে এক বিরল রোগে ভুগছেন সামান্থা৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে৷ একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেকসময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷
অসুস্থতার লড়াই জারি। থেমে নেই কাজও। খুব শীঘ্রই মুক্তি পাবে সামান্থার দু'টি ছবি। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে 'শকুন্তলম'।