সাংবাদিক বৈঠক চলাকালীন ‘টাইগার ৩’ নিয়ে কথা বলছিলেন সলমন। তিনি বলেন,‘‘এই ছবিতে ক্যাটরিনা রয়েছে। তাই খানিকটা রোম্যান্সতো থাকতেই হবে।’’ এর পরেই ইমরানের দিকে তাকান সলমন। পরে হালকা হেসে ইমরানের দিকে তাকান ভাইজান।
advertisement
মুচকি হেসে সলমন বলেন, ‘‘যদি ইমরান আতিশের চরিত্রে অভিনয় না করতো, তাহলে তো এটা হয়েই যেত।’’ এরপরেই ইমরানের দিকে এগিয়ে যান, এবং সকলের সামনেই তাঁকে চুমু খেয়ে বসেন। তবে সলমন মজা করেই এমন কাণ্ড করেছেন। ক্যামেরাতে দেখানোর জন্যই চুমুর অভিনয় করেছেন। তারপরেই হাসিতে ফেটে পড়েন সকলে।
রমরমিয়ে চলছে সলমন ক্যাটরিনার ‘টাইগার ৩’। মুক্তির প্রথম দিনেই ছবির আয় ছিল ৪৪.৫০ কোটি টাকা। টাইগার ৩ ভারতে মোট ২২৯ কোটি ( ১৮৮.২৫ কোটি নেট) আয় করেছে। এটি বিশ্বব্যাপী ৭১ কোটি গ্রস (৮.৫০ মিলিয়ন) আয় করেছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন পর্যন্ত মোট ৩০০ কোটি।