গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, আমির খান, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, রণবীর কাপুরকে দেখা গিয়েছিল সেখানে। তবে সলমানকে সেদিন দেখা যায়নি। লতা মঙ্গেশকরের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, অনুপম খের, মধুর ভান্ডারকরেরা। অবশেষে সলমান নিজেই লতা মঙ্গেশকরের গান গেয়ে শ্রদ্ধা জানালেন এভাবে।
advertisement
আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে জাহ্নবীর জুটি 'বাঁধলেন' খোদ জুহি চাওলা, বললেন, হুবহু শাহরুখ-জুহি!
৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে তাঁর। প্রাথমিক ভাবে কিছুটা সেরে উঠলেও শেষ পর্যন্ত ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলিউডে বহু গান গেয়েছেন লতা মঙ্গেশকর। অসংখ্য হিট গান তাঁর গলায় আজও সমান জনপ্রিয়।
কাজের দিক থেকে সলমান খান ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। শোনা গিয়েছে এই ছবিতে শাহরুখ খান ও ইমরান হাশমিকে ক্যামিও করতে দেখা যাবে। এর পর সলমানকে দেখা যাবে কভি ঈদ কভি দিওয়ালি ছবিতে, পূজা হেগড়ের সঙ্গে।