TRENDING:

Salman Khan: আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?

Last Updated:

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে পূজা হেগড়ের সঙ্গে সলমনের এই ছবি৷ এই ব্যর্থতার পরেই সঞ্জয় লীলা বনশালির সঙ্গে যোগাযোগ করেছেন ভাইজান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সলমনের শেষ ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে পূজা হেগড়ের সঙ্গে সলমনের এই ছবি৷ এই ব্যর্থতার পরেই সঞ্জয় লীলা বনশালির সঙ্গে যোগাযোগ করেছেন ভাইজান৷ তাহলে সঞ্জয়ের নতুন কোনও ছবিতে কি দেখা যাবে সলমনকে?
আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?
আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?
advertisement

পর্দায় সলমন মানেই ভরপুর অ্যাকশন, রোম্যান্স৷ ভিন্ন ধরণের চরিত্রে বর্তমানে সলমনকে খুব কমই দেখা যায়৷ একই ধরণের চরিত্রে অভিনয় করতে করতে খানিকটা বিরক্ত অভিনেতা সলমন৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভাল স্ক্রিপ্টের সন্ধান করছেন তিনি৷ কিন্তু বারবার একই ধরনের ছবিতে কেন অভিনয় করেন সলমান?

উদার হৃদয়ের সলমন না করতে পারেন না বহু পরিচালক প্রযোজকদের৷ ইন্ডাস্ট্রির নতুন মুখদের জায়গা করে দিতে তার দ্বারস্থ হয় সকলে৷ এখন তাই ভাল গল্পের সন্ধানে আছেন বলিউডের সুপারস্টার৷

advertisement

ঠিক কেমন ছবি খুঁজছেন সল্লু ভাই? সলমনের এক কাছের বন্ধু জানালেন, ‘‘গল্পতে অ্যাকশন বা ড্রামা থাকবে না তা নয়৷ ছবির গল্প এমন হতে হবে যেমন সলমন আগে করেননি৷’’

‘‘বন্ধু কিংবা পরিবারের অনুরোধে আর ছবি করবেন না সলমন৷ ভাইয়ের প্রযোজনায় কিংবা পরিচালনাতে কাজ করবেন না৷ নতুন মুখদের জায়গা করে দিতেও ত্রাতা হয়ে ছবি করবেন না তিনি৷ যেমনটা করেছিলেন কিসি কা ভাই কিসি কি জানের ক্ষেত্রে৷’’

advertisement

আরও পড়ুন: আলিয়া কিন্তু আলিয়া নয়! কে বলুন তো এই মেয়ে? ৯৯ শতাংশ মানুষ চিনতে পারছে না! ভাইরাল

সঞ্জয় লীলা বনশালির ছবি ‘ইনশাআল্লাহ’তে অভিনয়ের কথা ছিল সলমনের৷ আলিয়া ভাটের সঙ্গে প্রথম বার পর্দায় আসার কথা ছিল ভাইজানের৷ তবে সেই প্রজেক্ট নিয়েই ঝামেলা বাধে সঞ্জয় এবং সলমনের মধ্যে৷

advertisement

আরও পড়ুন: শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’, তৃণমূলের স্লোগান হঠাৎ ঝড় তুলল বি-টাউনে

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রোডাকশন ডিজাইনার এবং সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার রুপিন সুচাক জানিয়েছিলেন যে ‘‘ইনশাআল্লাহার কাজে বনশালি এবং সলমনের মধ্যে মত পার্থক্য তৈরি হয়৷ শোডাউনের কারণে ছবিটি ফ্লোরে পৌঁছায়নি এবং সলমন সেট থেকে চলে যান। সলমন ও সঞ্জয়ের মতানৈক্য তৈরি হয়েছে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল