পর্দায় সলমন মানেই ভরপুর অ্যাকশন, রোম্যান্স৷ ভিন্ন ধরণের চরিত্রে বর্তমানে সলমনকে খুব কমই দেখা যায়৷ একই ধরণের চরিত্রে অভিনয় করতে করতে খানিকটা বিরক্ত অভিনেতা সলমন৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভাল স্ক্রিপ্টের সন্ধান করছেন তিনি৷ কিন্তু বারবার একই ধরনের ছবিতে কেন অভিনয় করেন সলমান?
উদার হৃদয়ের সলমন না করতে পারেন না বহু পরিচালক প্রযোজকদের৷ ইন্ডাস্ট্রির নতুন মুখদের জায়গা করে দিতে তার দ্বারস্থ হয় সকলে৷ এখন তাই ভাল গল্পের সন্ধানে আছেন বলিউডের সুপারস্টার৷
advertisement
ঠিক কেমন ছবি খুঁজছেন সল্লু ভাই? সলমনের এক কাছের বন্ধু জানালেন, ‘‘গল্পতে অ্যাকশন বা ড্রামা থাকবে না তা নয়৷ ছবির গল্প এমন হতে হবে যেমন সলমন আগে করেননি৷’’
‘‘বন্ধু কিংবা পরিবারের অনুরোধে আর ছবি করবেন না সলমন৷ ভাইয়ের প্রযোজনায় কিংবা পরিচালনাতে কাজ করবেন না৷ নতুন মুখদের জায়গা করে দিতেও ত্রাতা হয়ে ছবি করবেন না তিনি৷ যেমনটা করেছিলেন কিসি কা ভাই কিসি কি জানের ক্ষেত্রে৷’’
আরও পড়ুন: আলিয়া কিন্তু আলিয়া নয়! কে বলুন তো এই মেয়ে? ৯৯ শতাংশ মানুষ চিনতে পারছে না! ভাইরাল
সঞ্জয় লীলা বনশালির ছবি ‘ইনশাআল্লাহ’তে অভিনয়ের কথা ছিল সলমনের৷ আলিয়া ভাটের সঙ্গে প্রথম বার পর্দায় আসার কথা ছিল ভাইজানের৷ তবে সেই প্রজেক্ট নিয়েই ঝামেলা বাধে সঞ্জয় এবং সলমনের মধ্যে৷
আরও পড়ুন: শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’, তৃণমূলের স্লোগান হঠাৎ ঝড় তুলল বি-টাউনে
প্রোডাকশন ডিজাইনার এবং সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার রুপিন সুচাক জানিয়েছিলেন যে ‘‘ইনশাআল্লাহার কাজে বনশালি এবং সলমনের মধ্যে মত পার্থক্য তৈরি হয়৷ শোডাউনের কারণে ছবিটি ফ্লোরে পৌঁছায়নি এবং সলমন সেট থেকে চলে যান। সলমন ও সঞ্জয়ের মতানৈক্য তৈরি হয়েছে৷’’