নয়াদিল্লির এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সলমন। মঞ্চে উঠে ‘দবং’-এর সেই বিখ্যাত গান ‘হমকা পিনি হ্যায়’-তে তাল মিলিয়ে নাচতে শুরু করেন অভিনেতা। দর্শক ফেটে পড়ে উল্লাসে। কিন্তু এত-আনন্দ আয়োজনেও সেই চেনা সলমন কই? কোথায় সেই স্ফূতি, সেই হর্ষ? কয়েক মুহূর্তের সেই ভিডিও দেখে এমনই সব প্রশ্ন ভিড় করে করে আসে ‘ভাইজান’-এর অনুরাগীদের মনে। মঞ্চে উঠে হাসিমুখে গানের সঙ্গে তাল মেলালেও যেন অধরাই রইলেন সেই চেনা সলমন। অনেকেরই মনে হল, ‘ক্লান্ত’ দেখাচ্ছে ৫৭-র অভিনেতাকে।
advertisement
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করলেন মাহিরা, ‘ওখানে বড় হয়েছি…’ প্রাক্তন শ্বশুরবাড়ি নিয়ে কী বলেন নায়িকা
আরও পড়ুন: দ্বিতীয়বার দাম্পত্য শুরু পাক অভিনেত্রী মাহিরার, শাহরুখ-নায়িকার রাজকীয় বিয়ের ঝলক!
অনুরাগীদের একাংশ তাঁকে ‘আনফিট’, ‘ক্লান্ত’ বলে দাবি করছে। অনেকেই আবার বলছেন ওজন বেড়ে যাওয়ার কারণেই নাকি সেই চেনা ছন্দে নেই সলমন। কেউ কেউ অভিনেতাকে শরীরের যত্ন নেওয়ারও উপদেশ দিয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’-র প্রথম ঝলক। সলমনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে উন্মাদনা আপাতত তুঙ্গে। ফের বড় পর্দায় ‘টাইগার’-এর গর্জন শোনার জন্য মুখিয়ে দর্শক।