দুবাইয়ের শারজার সেন্ট্রাল জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ জানা গিয়েছে, চলতি মাসের প্রথম দিকেই কাজের সুযোগ পেয়ে দুবাইয়ে গিয়েছিলেন ক্রিসন৷ সপ্তাহ দুয়েক আগেই শারজায় যান অভিনেত্রী৷ তারপরই জানা যায়, মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন অভিনেত্রী৷ যদিও ক্রিসনের মা প্রেমিলা পেরেইরার দাবি, তাঁর মেয়েকে ফাঁসানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন-নববর্ষের দিন কি গোপনে বিয়ে সারলেন শ্বেতা-রুবেল, সিঁথির সিঁদুর দেখে বাড়ছে জল্পনা
আরও পড়ুন-আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
অভিনেত্রীর মা জানিয়েছেন, রবি নামের এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার মেয়ের সঙ্গে৷ তিনিই মেয়ের বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন করেও দেন৷ পয়লা এপ্রিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি কফি শপে দেখা করেন৷ সেখানেই তিনি ক্রিসনকে একটি ট্রফি দেন৷ রবির কথা মতোই সেই ট্রফি সর্বদাই নিজের সঙ্গে রেখেছিলেন ক্রিসন৷ শারজা বিমানবন্দরে নামার পরই রবির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি ক্রিসন৷ ওই ট্রফির ভেতর থেকেই মাদক উদ্ধার হয়৷ গত ১০ এপ্রিল কনসুলেটের পক্ষ থেকে ক্রিসনের পরিবারকে জানানো হয়, মাদক পাচার করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ এখন শারজার জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত শারজা থেকে কোনও অভিযোগ না আসায় মুম্বই পুলিশের কাছেও কোনও এফআইআর দায়ের করতে পারছেন না ক্রিসনের পরিবার৷ আপাতত মেয়েকে কাছে পাওয়ার আশায় দিন গুনছেন ক্রিসনের পরিবার৷